SSC Scam: পার্থর মহাবিপদ, রক্ষাকবচ দিল না আদালত

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ…

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ডিভিশন বেঞ্চের কাছে রক্ষাকবচের জন্য আবেদন জানান। আদালত সেই আবেদন খারিজ করে দেয়৷ পাশাপাশি আদালতের কাছে তিনি আরও জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রীসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সুপারিশ দিয়ে ঠিক করেননি।

ডিভিশন বেঞ্চের তরফে অবশ্য এবিষয়ে বলা হয়েছে, এটা আদালতের পর্যবেক্ষণ। মন্ত্রীসভায় কে থাকবেন? এবিষয়ে আদালতের পর্যবেক্ষণ বাধ্যতামূলক নয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই গ্রেফতারি থেকে রক্ষাকবচ না দেওয়ায় বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তার শিকড়ে পৌছাতে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চেয়েছে আদালত। হলফনামা আকারে তা আদালতের কাছে পেশ করতে হবে।আদালতের অনুমান নিয়োগ দুর্নীতিতে ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে৷ তদন্তের স্বার্থে এটা জানা জরুরী।