Arjun Singh: “ইয়ে থা আজতক, ইন্তেজার কিজিয়ে কালতক”, জল্পনা বাড়ালেন অর্জুন সিং

অপেক্ষা করুন কাল কী হয় দেখুন! অর্জুন বললেন এবং জল্পনা বাড়ালেন। ব্যারাকপুরের বিজেপি সাংসদের (Arjun Singh) এমন মন্তব্য নিয়ে হাওয়া গরম। দলত্যাগ কি নিশ্চিত? চর্চা…

Arjun Singh is joining BJP

অপেক্ষা করুন কাল কী হয় দেখুন! অর্জুন বললেন এবং জল্পনা বাড়ালেন। ব্যারাকপুরের বিজেপি সাংসদের (Arjun Singh) এমন মন্তব্য নিয়ে হাওয়া গরম। দলত্যাগ কি নিশ্চিত? চর্চা চলছে।

কয়েক সপ্তাহ ধরে পাটশিল্পের দুরাবস্থা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তার মানভঞ্জন করতে পাটের সর্বোচ্চ দাম তুলে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। কিন্তু এখনও মন গলেনি অর্জুনের।

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বাংলায় ফেরার আগে পাটের সর্বোচ্চ দাম তুলে নিয়েছে কেন্দ্র সরকার৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, জুটের সর্বোচ্চ দাম কমেছে। এটা পাটশিল্পের জন্য ভালো। নতুন আলোর দিশা দেখাচ্ছে। তবে টেরিফ কমিশন পাট শিল্পের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র‍্যাচুইটি এবং বকেয়া টাকা নিয়ে কী করেন সেটাই দেখার।

জল্পনা উস্কে অর্জুন বলেন, দেশের আমলারা যদি আগামী পলিটিক্যাল ইস্যু ঠিক করেন তাহলে রাজ্যের জন্য সেটা খারাপ৷ এতে দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতি৷

তিনি বলেন, রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে। সংগঠনকে মজবুত করতে গেলে সংগঠন বাড়াতে হবে। দেখি উনি কি সিদ্ধান্ত নেন। আগামী দিনে রাজ্যের সাংগঠনিক শক্তিকে আরও বাড়ানো উচিত বলে জানিয়েছেন তিনি।রাজ্য বিজেপির সংগঠন নিয়ে অর্জুন সিংয়ের মন্তব্য, “ইয়ে থা আজতক, ইন্তেজার কিজিয়ে কালতক”।

নেতাদের চেয়ার দেওয়া হয়েছে কিন্তু পায়া নেই। কলম দেওয়া হলেও কালি নেই। অর্থাৎ নামেই পদ দেওয়া হলেও সেই পদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একই অভিযোগ জানিয়েছেন বলেও ইঙ্গিত দিয়েছেন অর্জুন৷