SSC Scam: মন্ত্রী পার্থর কুকুরের নামে ফ্ল্যাট, শুরু নতুন বিতর্ক

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মূল শিকড় খুঁজে বের করতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট৷ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব কত তা জানতে চাইল…

partha chatterjee

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মূল শিকড় খুঁজে বের করতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট৷ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব কত তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, তা হলফনামা আকারে জানাতে হবে।

আদালত সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে একথা আগেই জানিয়েছিল আদালত। আদালতের সন্দেহ ছিল দুর্নীতিতে বিরাট অঙ্কের টাকার লেনদেন হতে পারে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চেয়ে পাঠাল আদালত।

সূত্রে খবর, গত কয়েক আর্থিক বছরের জন্য পার্থবাবু যে আয়কর রিটার্ন পেশ করেছেন তার সঙ্গে তাঁর সম্পত্তির হিসাবের সঙ্গতি রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের যে উপদেষ্টা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদেরও সম্পত্তির হিসেব দেখতে পারে আদালত।

উঠে আসছে একটি তথ্য, পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরের নামে একটি ফ্ল্যাট আছে কলকাতার নাকতলায়। এতে চমকে গেছেন সিবিআই কর্তারা।

এসএসসি দুর্নীতি মামলার শুনানিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাকতলার ফ্ল্যাট নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই সম্পত্তির পরিমাণ কত, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলেই পর্যবেক্ষণ বিচারপতির।

হিসেব বহির্ভুত কোনও সম্পত্তি পাওয়া গেলে নতুন করে মামলা দায়ের হতে পারে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে।

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের একাধিক দুর্নীতি মামলায় বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই৷ সমস্ত উত্তর না মেলায় আগামী সপ্তাহে তলব করা হয়েছে তাঁকে। এরই মধ্যে তদন্তে সবরকম সাহায্য করবেন। কিন্তু গ্রেফতারি এড়াতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।