Mamata Banerjee: আচমকা মমতা উত্তরবঙ্গ সফর স্থগিত করলেন

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) ভারত ত্যাগের আগেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আটকে দেওয়া হয়েছে। রুজিরাকে কয়লা কেলেঙ্কারি (coal…

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) ভারত ত্যাগের আগেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আটকে দেওয়া হয়েছে। রুজিরাকে কয়লা কেলেঙ্কারি (coal scam) তদন্তে ইডি জেরা করতে চলেছে বলেই India Today জানাচ্ছে। রুজিরা কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই যেতে চাইছিলেন। তবে পারেননি। তাঁর দেশত্যাগের ছাড়পত্র আনতে আদালতে গেছেন অভিষেক। সোমবার এই চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝে মুখ্যমন্ত্রী (mamata banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পূর্বঘোষিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর কেন বাতিল হলো তা নিয়ে নীরব নবান্ন। তাৎপর্যপূর্ণ, সোমবারই তিনি উত্তরবঙ্গ সফরের জন্য কলকাতা ছাড়তেন। আর এদিনেই কলকাতা বিমান বন্দরে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জির দুবাই যাত্রা আটকে দেন অভিবাসন বিভাগের কর্মীরা।

জানা যাচ্ছে রুজিরা ব্যানার্জির নামে লুক আউট নোটিশ থাকায় তাঁকে ভারত ছাড়তে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরপরই রুজিরাকে ইডি জেরার জন্য ডাকা হয়েছে বলে খবর।

এর মাঝে মু়খ্যমন্ত্রীর সফর বাতিল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এ বিষয়ে সরাসরি কেউ মন্তব্য করতে চায়নি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিলের পিছনে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার জেরে নিহতদের দেহ ও আহতদের পশ্চিমবঙ্গে আনার বিষয়ে তদারকি করা বলেও মনে করা হচ্ছে।