Coal Scam: অভিষেকের স্ত্রী রুজিরাকে জেরা করতে তলব করল ইডি

ভারত ত্যাগের আগেই কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী (Rujira Banerjee) রুজিরাকে।এর পরেই রুজিরাকে ইডি ডাক…

ভারত ত্যাগের আগেই কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী (Rujira Banerjee) রুজিরাকে।এর পরেই রুজিরাকে ইডি ডাক পাঠাল। কয়ালা পাচার তদন্তে দুদিনের মধ্যে রুজিরাকে জেরা করবে ইডি। India Today জানাচ্ছে এই খবর।

জেরার বিষয়ে আগাম ইঙ্গিত পেয়েই রুজিরা কলকাতা থেকে দুবাই যেতে চাইছিলেন? উঠছে এই প্রশ্ন।এদিকে রুজিরাকে আটকানো রুখতে অভিষেক গেলেন আদালতে। 

সোমবার সকালে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। কয়লাচুরিকাণ্ডে তাকে বিমানবন্দরে আটক করে রাখা হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, অভিষেক-পত্নী রুজিরাকে তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে দুদিন পর ডাকা হয়েছে

স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটক করার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন।

সোমবার সকাল ৭ নাগাদ বিমানবন্দরে পৌঁছান রুজিরা। তার পর আটকানো হয়। রুজিরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। জেরার মুখে পড়েছিলেন তিনি। থাইল্যান্ডের নাগরিক ও ভারতীয় বংশজাত রুজিরা বিবাহসূত্রে তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে রুজিরাকে আটকে দেন অভিবাসন কর্মীরা। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না।

সূত্রের খবর, ইডির একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না। রুজিরা সব জেনেও নোটিশ উপেক্ষা করে কেন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে যাচ্ছিলেন তা নিয়ে চাঞ্চল্য।

বিমানবন্দর সূত্রে জানা যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়রা চার জন ছিলেন। পাসপোর্টে ছাড়পত্র ছিল না। তাই অভিবাসন দফতর আটকে দেয়। এরপর ১০টা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। এরপর NSCBI থানায় অভিযোগ জানাবেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী।