East Bengal FC: রক্ষণভাগে নজর দিতে আরও দুই তারকাকে চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল

আসন্ন মরশুমে ভালো পারফরম্যান্স করার ভাবনা নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। সেইমতো গত সুপার কাপের শেষ লগ্ন থেকেই শুরু হয়ে গিয়েছিল খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া।

East Bengal Reserves Football Team in action

আসন্ন মরশুমে ভালো পারফরম্যান্স করার ভাবনা নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। সেইমতো গত সুপার কাপের শেষ লগ্ন থেকেই শুরু হয়ে গিয়েছিল খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া। পরবর্তীতে নতুন কোচের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলবদলের বাজারে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে থাকে লাল-হলুদ ব্রিগেড।

দিনকয়েক আগেই দলের মোট ১১ জন ফুটবলার কে ছাঁটাই করে ফেলে কলকাতার এই প্রধান। আসলে আগামী মরশুমের জন্য কিছু সংখ্যক পুরোনো ফুটবলার রেখে দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেজন্য খেলোয়াড় বাতিল করার পাশাপাশি বেশকিছুসংখ্যক নতুন খেলোয়াড় কে পাঠিয়ে দেওয়া হয় চুক্তিপত্র।

Nishu Kumar

গতকালই দলের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয়েছিল দলের বহু যুদ্ধের নায়ক তথা কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন তারকা ফুটবলার হরমনজোত সিং খাবার কাছে। যতদূর শোনা যাচ্ছিল, নিজের পুরোনো ক্লাবে ফিরতে নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে এই তারকার। সব ঠিক থাকলে আসন্ন মরশুমে ফের ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তারকা কে। তবে সেখানেই শেষ নয়। এবার আরও দুই দেশীয় ডিফেন্ডার কে চুক্তিপত্র পাঠিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার মন্দার রাও দেশাই ও কেরালা ব্লাস্টার্স এফসির নিশু কুমার।

Mandar Rao Dessai Joins Odisha FC, Rejects East Bengal FC Offer

যতদূর জানা গিয়েছে, নিজের দলের রক্ষনভাগ মজবুত করার ক্ষেত্রে এই তিন ভারতীয় তারকার উপরেই ভরসা রাখতে চান কার্লোস কুয়াদ্রাত।সেজন্য বেশ কয়েকদিন উভয়ের এজেন্টের সাথে কথাবার্তা চালানোর পর অবশেষে চুক্তিপত্র পাঠিয়ে দিল ক্লাব। তবে এখনো পর্যন্ত ক্লাবে আসার ক্ষেত্রে নাকি মৌখিক সম্মতি দিয়েছেন নিশু ও মন্দার। পরবর্তীতে নিজেদের এজেন্ট ও অ্যাডভোকেটের সাথে কথা বলেই সই করবেন দুজনে। তবে কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে নিশুর আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে যেতে চায় মশাল ব্রিগেড।