মহাভারতের ‘শকুনি মামা’ গুফি পেন্টাল প্রয়াত

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। সোমবার মুম্বইয়ের একটি হাস্পাতালের তাঁর জীবনাবসান হয়। বয়স-জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর…

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। সোমবার মুম্বইয়ের একটি হাস্পাতালের তাঁর জীবনাবসান হয়। বয়স-জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর আত্মীয় হিতেন পেন্টাল। আন্ধেরির একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন।

সংবাদসংস্থা পিটিআইকে হিতেন পেন্টাল জানান, “দুর্ভাগ্যবশত, উনি আর আমাদের মধ্যে নেই। সকাল ৯ টা নাগাদ তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘুমের মধ্যেই তিনি চলে যান।“

এর আগে হিতেন পিটিআইকে জানান যে তাঁর কাকা (অভিনেতা গুফি পেন্টাল) বয়স-জনিত কারণে ভালো নেই। তিনি জানিয়েছিলেন যে পেন্টালের হার্টের সমস্যা এবং ব্লাড প্রেশার ছিল। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং অবস্থার অবনতি হতে হাসপাতালে ভর্তি করার স্বীধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন হিতেন।

অভিনেতা গুফি পেন্টালের মহাভারত ধারাবাহিকে ‘শকুনি মামা’ চরিতত্রে অভিনয় আজও দাগ কাটে সকলের মনে। এছাড়াও অনুরাগীদের মুগ্ধ করেছেন তাঁর বিভিন্ন ছবিতে অভিনয় দিয়ে। হিন্দী ছবি সুহাগ, দিল্লাগী, ধারাবাহিক সিআইডি এবং হ্যালো ইন্সপেক্টর-এ কাজ করে সকলের মন জয় করেছেন। বি আর চোপড়ার মহাভারতে ‘শকুনি মামার’ চরিত্রায়ণ চিরস্মরণীয় হয়ে থাকবে আপামোর দেশবাসীর কাছে।

অভিনেতা গুফি পেন্টাল রেখে গেলেন তাঁর ছেলে, পুত্রবধূ এবং তাঁদের সন্তানকে। আজ বিকেল ৪ টে নাগাদ আন্ধেরীর একটি শ্মশানে তাঁর শেষকৃত্ব সম্পন্ন হবে।