SFI: বাম ছাত্রনেতার ভাষণে ‘ তৃণমূলকে পুড়িয়ে মারা’র হুমকি

আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে গালিগালাজ করায় ধৃত ছাত্র গিয়াসউদ্দিনের সঙ্গে টিএনসিপির সংশ্রব নিয়ে তৃণমূল কংগ্রেস বিব্রত। তবে গিয়াসকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে জানায় শাসক দল।…

আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে গালিগালাজ করায় ধৃত ছাত্র গিয়াসউদ্দিনের সঙ্গে টিএনসিপির সংশ্রব নিয়ে তৃণমূল কংগ্রেস বিব্রত। তবে গিয়াসকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে জানায় শাসক দল।

এবার বিতর্কে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে সামাজিক আরশোলা বলে পুড়িয়ে মারার বার্তা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র নেতা অনুষ্টুপ চক্রবর্তী। ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ।

অভিযোগ, এসএফআইয়ের ছাত্রনেতা অনুষ্টুপ চক্রবর্তী বলেন, ” তৃণমূল কংগ্রেসের মতো সামাজিক আরশোলাদের আমরা ছুটিয়ে মারব, না হলে ওরাই একদিন আমার আপনার ঘর নোংরা করবে।”
ওই ছাত্র নেতা আরও বলে,”আমাদের ঘৃণার আগুনে ক্ষোভের আগুনে তৃণমূলকে আমরা পুড়িয়ে যদি মারতে না পারি তাহলে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। ‌ বাংলাকে আমাদের বাঁচাতেই হবে।”

অভিযোগ, অনুষ্টুপ বলেছে,” তৃণমূলের সামাজিক কীটদের আমরা যেখানে দেখতে পাবো এদের ঘিরে ধরে ফেলে ছুটিয়ে মারবো। অনুব্রত, আরাবুল , আনারুলের মতো সামাজিক কীটদের আমরা ছুটিয়ে মারবো।”

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য এসএফআই নেতার এই মন্তব্যের ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “এসএফআইয়ের নেতারা মুখে বড় বড় ভাষণ দেয়। এখন ওদের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে। যাদবপুর এবং প্রেসিডেন্সির মত বাংলার যে দুটি ক্যাম্পাসে এখনো এসএফআইয়ের অস্তিত্ব রয়েছে খুব শীঘ্রই তা মুছে যাবে। ‌ বাংলার কোন ক্যাম্পাস ওদের কখনোই মেনে নেবে না।”

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য বলেছেন, “আসলে রূপক কথাটি তৃণমূল বুঝতে পারবে না কারণ ওদের সঙ্গে বাংলা ভাষা এবং সাহিত্যের কোনরকম যোগাযোগ নেই।”