J&K: অমিত শাহের সঙ্গে ধৃত লস্কর জঙ্গি তালিবের ছবি, তীব্র আলোড়িত দেশ

প্রথম বোমা ফাটিয়েছেন জম্মু-কাশ্মীরের (J&K) কংগ্রেস নেতা সলমন নিজামি। অমরনাথ তীর্থে হামলার ছক করা লস্কর ই তৈবা জঙ্গি তালিব হুসেনের সঙ্গে বিজেপির সংযোগ তিনি প্রকাশ্যে…

amit shah

প্রথম বোমা ফাটিয়েছেন জম্মু-কাশ্মীরের (J&K) কংগ্রেস নেতা সলমন নিজামি। অমরনাথ তীর্থে হামলার ছক করা লস্কর ই তৈবা জঙ্গি তালিব হুসেনের সঙ্গে বিজেপির সংযোগ তিনি প্রকাশ্যে আনেন। এতে প্রবল বিড়ম্বিত বিজেপি। এবার আরও বিতর্ক কংগ্রেসের টুইট ঘিরে। এই টুইটে জঙ্গি তালিবকে দেখা যাচ্ছে বিজেপির অনুষ্ঠানে অমিত শাহর সঙ্গে এক মঞ্চে।

জঙ্গি তালিবের সঙ্গে অমিত শাহের ছবি প্রথম টুইট করে জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তালিব কেন একই মঞ্চে উঠছে প্রশ্ন। জঙ্গি তালিবের সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আরও প্রকট হওয়ায় বিজেপির নেতারা মুখে কুলুপ এঁটেছেন। অভিযোগ, বিজেপি বারবার রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলে, তাদের সঙ্গেই লস্কর জঙ্গির ওঠাবসা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জম্মু কাশ্নীরের কংগ্রেস নেতা সলমন নিজামির টুইটের পর সে রাজ্যের বিজেপি জানায় তালিব সদস্য হয়েছিল। রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না জানিয়েছেন, একটি নিউজ পোর্টাল চালাত তালিব। সেকারণেই তাঁর সঙ্গে একাধিক বিজেপি নেতাদের ছবি রয়েছে। এর পিছনে বড়সড় কোনও ছক রয়েছে বলেও দাবি করেন তিনি। ড্যামেজ কন্ট্রোলে তিনি বলেন, কেউ যদি আমাদের কাছে বিজেপির সদস্যপদ চায় তাহলে আমাদের পক্ষে সবকিছু যাচাই করা অসম্ভব। তবে পুলিশের তরফে আমাদেরকে এবিষয়ে সর্তক করা হয়েছে।

ধৃত লস্কর ই তৈবার জঙ্গি ফয়জল আহমেদ এবং তালিব হোসেন অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার ছক করেছিল বলে জানা যাচ্ছে। তাদের সঙ্গে কাশ্মীরের বিভিন্ন বিজেপি নেতাদের ছবি ভাইরাল হতে শুরু করেছে। এর জেরে তীব্র অস্বস্তিতে বিজেপি।

এর আগে রাজস্থানে উদয়পুরে কানহাইয়ালাল কে গলা কুপিয়ে খুন করায় জড়িত দুই যুবকের সঙ্গে বিজেপি নেতা ও সংখ্যালঘু সেলের সংযোগ নিয়েও বিতর্ক প্রবল। এর পর জম্মু থেকে আসা ছবিতে আরও অস্বস্তিতে বিজেপি।

দুই লস্কর জঙ্গিকে জম্মু পুলিশের হাতে তুলে দিয়েছে জম্মু রিয়াসি জেলার তুকসান গ্রামের বাসিন্দারা। অভিযোগ অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল তালিবকে। স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে বিজেপির তরফে তালিবকে বিজেপির আইটি সেলের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, পীরপাঞ্জাল গ্রামের উঁচু এলাকায় ঘাঁটি তৈরি করেছিল এই দুই জঙ্গি। রাজৌরিতে যুব সমাজের মধ্যে সন্ত্রাসের বীজ বপন করতে শুরু করেছিল। পুলিশ সূত্রে খবর, দুই লস্কর জঙ্গি কাছ থেকে ২ টি রাইফেল, ৭ টি গ্রেনেড, পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের এই সাহসিকতার জন্য উপহারস্বরূপ ২ লক্ষ টাকার কথাও ঘোষণা করেছে পুলিশ।