NSE কেলেঙ্কারি মামলায় প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব ইডির

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) কো-লোকেশন কেলেঙ্কারির ঘটনায় এবার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডেকে আগামী ৫ জুলাই দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে,…

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) কো-লোকেশন কেলেঙ্কারির ঘটনায় এবার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডেকে আগামী ৫ জুলাই দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা গিয়েছে, সঞ্জয় পান্ডে ২০০১ সালে পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি একটি আইটি অডিট ফার্ম গঠন করেন, তারপর যখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, তখন তিনি পুলিশ সার্ভিসে ফিরে আসেন। প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে ৩০ শে জুন অবসর গ্রহণ করেন।

   

২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে, আইসেক সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে এনএসই সার্ভার এবং সিস্টেমের চুক্তি দেওয়া হয়েছিল। একই মামলার আগে সিবিআই তদন্ত করেছিল এবং এখন ইডি তদন্ত করছে, যেখানে সঞ্জয় পান্ডেকে যোগ দেওয়ার জন্য ইডি তলব করেছে।

কো-লোকেশন কেলেঙ্কারি সংক্রান্ত ডার্ক ফাইবার মামলায় সেবি দেশের বৃহত্তম এক্সচেঞ্জ এনএসই-কে ৭ কোটি টাকা জরিমানা করেছে। এ ছাড়া এনএসই-র প্রাক্তন সিইও ও এমডি চিত্রা রামকৃষ্ণকেও জরিমানা করা হয়েছে। সেবি চিত্রা রামকৃষ্ণকে ৫ কোটি টাকা এবং দুই প্রাক্তন কর্মকর্তা সুব্রহ্মণ্যম আনন্দ এবং রবি বারাণসীকে ৫ কোটি টাকা করে জরিমানা করেছে। পাশাপাশি একই মামলায় ওয়েটু ওয়েলথ ব্রোকারদের ৬ কোটি টাকা জরিমানা করেছে সেবি।