বিয়ে বাড়িতে স্ল্যাব ভেঙে মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রশাসনের

বিয়ের আনন্দ মুহূর্ত বদলে গেল বিষাদে। বুধবার রাতে উত্তরপ্রদেশেরর কুশিনগরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে। কূপে পড়ে গিয়ে মহিলা ও শিশু সহ ১৩…

বিয়ের আনন্দ মুহূর্ত বদলে গেল বিষাদে। বুধবার রাতে উত্তরপ্রদেশেরর কুশিনগরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে। কূপে পড়ে গিয়ে মহিলা ও শিশু সহ ১৩ জনের মৃত্যু হয়। তাঁরা একটি পুরানো কূপের উপর ঢাকা দেওয়া একটি স্ল্যাবের উপর বসেছিল। স্ল্যাবটি ভেঙে পড়ার ফলে তাঁরাও কূপে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় ঘটনাটি ঘটে। জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন, তাঁদের কাছে কূপে পড়ে ১১ জনের মৃত্যুর খবর রয়েছে। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। পরে, গোরক্ষপুক জোনের এডিজি অখিল কুমার জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী টুইট করেছেন তিনি উদ্ধার ও ত্রাণকার্যের নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।