Weather: বাড়ছে তাপমাত্রা, শীতের বিদায় পর্ব শুরু

অক্টোবর থেকে এই বছর দাপট দেখাচ্ছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার ঠেলায় এক নাগাড়ে না হলেও শীত এ বছর বেশ উপভোগ্য ছিল। মাঝে মধ্যেই তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের…

kolkata winter

অক্টোবর থেকে এই বছর দাপট দেখাচ্ছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার ঠেলায় এক নাগাড়ে না হলেও শীত এ বছর বেশ উপভোগ্য ছিল। মাঝে মধ্যেই তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের অনেকটাই নিচে। শীতের স্থায়িত্বও এ বছর বেশ বেশি। তবে এবার পালা সাঙ্গ করে ফিরতে শুরু করেছে সে। বদলাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, এবার ধীরে ধীরে বাড়বে বঙ্গের তাপমাত্রা।

এদিন কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে কম হলেও এই সপ্তাহের শেষ বা পরের সপ্তারের গোড়ার দিকে তাপমাত্রা স্বাভাবিকের ঘরে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই এখন উধাও হচ্ছে শীত। আজ বাতাসে আপেক্ষিত আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৩৬ শতাংশ।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা এখন নেই। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।