Khejuri Clash: খেজুরিতে তৃ়ণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ একাধিক, পুলিশ মহলে তীব্র ক্ষোভ

খেজুরিতে রাজনৈতিক সংঘর্ষে (Khejuri Clash) পরপর গুলিবিদ্ধ বেশ কয়েকজন। সংঘর্ষের সময় জখম আট জন পুলিশকর্মী। এর জেরে রাজ্য পুলিশ মহলে ছড়িয়েছে তীব্র ক্ষোভ। জখম পুলিশকর্মীদের…

খেজুরিতে রাজনৈতিক সংঘর্ষে (Khejuri Clash) পরপর গুলিবিদ্ধ বেশ কয়েকজন। সংঘর্ষের সময় জখম আট জন পুলিশকর্মী। এর জেরে রাজ্য পুলিশ মহলে ছড়িয়েছে তীব্র ক্ষোভ। জখম পুলিশকর্মীদের মধ্যে আছেন ওসি। ঘটনাস্থল খেজুরি বিধানসভার নিজকসবা গ্রাম পঞ্চায়েত।

নিজকসবা পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ। রাজ্য পুলিশের যে আট কর্মীর পরিবার ও আত্মীয়রা উদ্বেগে।

   

ওই পঞ্চায়েত এলাকায় বিজেপির হাতে রয়েছে ১৬টি ও তৃণমূলের হাতে রয়েছে ১২টি আসন। অভিযোগ, তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়নি। বোর্ড গঠনের সময় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের কয়েকজন জখম। সংঘর্ষে বোমাবাজি হয়। গুলিও চলে।

ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মাল, ভূপতিনগর সি আই সুবীর পাল। তাদের বাঁচাতে আহত হন আরও কয়েকজন পুলিশকর্মী। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। একের পর এক গুলি চলে ও বোমা পড়তে থাকে। ভয়ে জবুথবু স্থানীয়রা। রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত হয় পুলিশ। এই ৮ পুলিশ কর্মী ছাড়াও দু পক্ষের আরও চারজন আহত হয়েছে।

স্থানীয় বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা বিজেপি কর্মীদের ওপরে আচমকা বোম-বন্দুক নিয়ে হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলিও চলায় তারা। জখম দলীয় কর্মীদের সাথে হাসপাতালে দেখা করেন তিনি। তবে তৃণমূলের দাবি, গুলি চালিয়েছে বিজেপি।

শিল্যাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কয়েকজনের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।