Calcutta League: এফসিআইকে খরকুটোর মতো উড়িয়ে দিল মোহনবাগান

ডার্বির আগে বড়সড় জয় সবুজ-মেরুনের (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) ম্যাচ খেলতে এফসিআইয়ের (FCI) মুখোমুখি হয়েছিল মোহনবাগান

ডার্বির আগে বড়সড় জয় সবুজ-মেরুনের (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) ম্যাচ খেলতে এফসিআইয়ের (FCI) মুখোমুখি হয়েছিল মোহনবাগান

আসন্ন ডুরান্ড ডার্বির আগে বড়সড় জয় সবুজ-মেরুনের (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) ম্যাচ খেলতে এফসিআইয়ের (FCI) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় কলকাতার এই প্রধান।

দলের হয়ে গোল করেন যথাক্রমে রাজ বাশফোর,মুর্শোদ,দীপেন্দু, নাওরেম ও টাইসন সিং। আজকের এই পারফরম্যান্সে যথেষ্ট খুশি জুনিয়র দলের কোচ বাস্তব রায়। উল্লেখ্য, গত কলকাতা লিগের ম্যাচে ও শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল কলকাতার এই প্রধান। আজ ও বজায় থাকল সেই ধারা।

   

তবে ম্যাচের প্রথমদিকে একাধিকবার সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি দুই দলের পক্ষে। যারফলে, প্রথম ২৫ মিনিট পর্যন্ত ফলাফল থাকে একইরকম। তবে ২৭ মিনিটের মাথায় রাজ বাশফোরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। তবে বল দখলের ক্ষেত্রে প্রথম কোয়ার্টারে এফসিআই এগিয়ে থাকলেও পরবর্তীতে তা দখল করে নেয় মোহনবাগান।

একাধিকবার সুযোগ সুযোগ আসলেও তা থেকে গোল করতে ব্যর্থ থাকেন কিয়ান, সুহেলরা। তবে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে ভিয়ানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। যারফলে, প্রথমার্ধের শেষে ফলাফল থাকে ২-০ গোল।

তবে দ্বিতীয়ার্ধ থেকে পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে এফসিআইয়ের ফুটবলাররা। তবে তা কাজে লাগাতে অসমর্থ থাকেন তাদের ফুটবলাররা। অন্যদিকে সুযোগ বুঝে ম্যাচের ঠিক ৫৬ মিনিটের মাথায় বিপক্ষ দলের ভুল পাসকে কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন নাওরেম। তারপর ৪ মিনিটের মাথায় আবার গোলের সুযোগ আসলেও তা মিস করে যান বাগান ফুটবলাররা।

তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ৮৩ মিনিটের মাথায় ব্যাকহেড দিয়ে গোল করে বাগানের ব্যবধান বাড়ান দীপেন্দু। তারপর অতিরিক্ত ৯২ মিনিটের মাথায় পঞ্চম গোলটি করে এফসিআইয়ের কফিনে শেষ পেরেকটি পুতে দেন টাইসন সিং।