Kolkata: ‘মমতার আশ্বাসে বিশ্বাস নেই’ মারাত্মক গরমে চাকরির দাবিতে হবু শিক্ষকদের ধর্না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে কোনও বিশ্বাস নেই। উনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। কিছুই হয়নি। শিক্ষক নিয়োগে দুর্নীতির পর কী করে বিশ্বাস করা যায়। এমনই…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে কোনও বিশ্বাস নেই। উনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। কিছুই হয়নি। শিক্ষক নিয়োগে দুর্নীতির পর কী করে বিশ্বাস করা যায়। এমনই অভিযোগ চাকরি প্রার্থী হবু শিক্ষক শিক্ষিকাদের। প্রবল দাবদাহকে উপেক্ষা করেই প্রতিবাদের ঝাঁঝ জারি রেখেছেন তাঁরা। (Kolkata)

মেধাতালিকাভুক্ত হয়েও দুর্নীতির কোপে চাকরি থেকে বঞ্চিত এমনই অভিযোগ তুলে একটানা সাড়ে ৪৫০ দিনের অধিক সময় ধরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না জারি রয়েছে হবু শিক্ষক শিক্ষিকাদের।

মঙ্গলবার আন্দোলনের মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরি প্রার্থী। নাম সুবোধ হালদার। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের ইলামবাজারের বাসিন্দা তিনি। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, সুবোধ হালদার খুবই দরিদ্র পরিবারের সন্তান। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাতালিকা ভুক্ত হয়েও স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত।

চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রথম দফায় ডাক পেলেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক তালিকা প্রকাশ করেনি৷ ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করা হয়েছে। মেধাতালিকায় সামনের দিকে নাম থাকলেও নিয়োগ পাননি বহু প্রার্থী। বরং তালিকায় নাম জুড়েছে মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের৷ অভিযোগ, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে।

এই অভিযোগে ২০১৯ সালের মার্চ মাসে প্রেস ক্লাবের সামনে ২৯ দিন ধরে অনশন কর্মসুচি চালিয়ে যাচ্ছিলেন হবু শিক্ষকরা। সেখানে তাদের সঙ্গে কথা বলতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০১৯ এর নির্বাচনের পরেই নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। এরপর গত বছরের ৮ ই অক্টোবর থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা। মাঝে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি। এদিন ৪৫৭ দিনের মাথায় পড়ল আন্দোলন।