যাত্রীদের সুবিধার্থে পরিষেবায় বদল আনল কলকাতা মেট্রো

যাত্রীদের সুবিধার্থে পরিষেবায় বদল আনল মেট্রো কর্তৃপক্ষ। এবার ১২ ঘণ্টা আগে থেকেই কিউ আর কোড স্ক্যান করে মেট্রোর টিকিট কাটা যাবে। আগামি দিনে কবি সুভাষ-দক্ষিণেশ্বর…

Kolkata Metro

যাত্রীদের সুবিধার্থে পরিষেবায় বদল আনল মেট্রো কর্তৃপক্ষ। এবার ১২ ঘণ্টা আগে থেকেই কিউ আর কোড স্ক্যান করে মেট্রোর টিকিট কাটা যাবে। আগামি দিনে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এই পরিষেবা পাওয়া যাবে।

আগে কলকাতা মেট্রোয় মিনিট আগে থেকে টিকিট কাটা যেত। এবার সেই ১২ ঘণ্টা আগে থেকে পরিষেবা মিলবে। যারা মেট্রোর নিত্য যাত্রী নয় কিংবা স্মার্ট কার্ড নেই তাদের জন্য যথেষ্ট লাভদায়ক পরিষেবা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। নিজেদের মোবাইলের মাধ্যমে টিকিট কাটতে পারবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কীভাবে পরিষেবা পাবেন যাত্রীরা?

কলকাতা মেট্রোর অ্যাপ প্লে স্টোর থেকে ইন্সটল করতে হবে। সেখানে কিউ আর কোড স্ক্যানের বিকল্পে গিয়ে প্ল্যাটফর্ম বেচে টিকিট বুক করা যাবে। এরপর নির্দিষ্ট পয়েন্টে কিউ আর কোড স্ক্যান করে মেট্রোতে যাতায়াত করা যাবে। মেট্রো সূত্রে খবর, আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই পরিষেবা চালুয় করা হবে। পরবর্তীকালে সব রুটেই পরিষেবা পাবে যাত্রীরা।

করোনা কালে টোকেন পরিষেবা বন্ধ করেছে মেট্রো রেল। কেবল স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াতের অনুমতি রয়েছে। কিন্তু অনেকেই আছেন যারা মেট্রোতে প্রতিদিন যাতায়াত করেন না। সেক্ষেত্রে মেট্রো কার্ডের ঝামেলা বইতে চায়না। তাই এবার পরিষেবায় বদল হওয়ায় তারা অনেকটাই সুবিধা পাবেন।