ISF সমবেশে কড়া নজরদারিতে নওশাদ

ISF এর মেগা সমাবেশ নেতাজি ইন্ডোরে। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটায় পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছে কোর্ট। আদালতের শর্তে লোকসংখ্যাতেও করা বার্তা নওশাদের। ২৪ এর…

ISF rally

ISF এর মেগা সমাবেশ নেতাজি ইন্ডোরে। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটায় পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছে কোর্ট। আদালতের শর্তে লোকসংখ্যাতেও করা বার্তা নওশাদের। ২৪ এর চ্যালেঞ্জে কি বার্তা দেয় আজ নওশাদ সেদিকেই নজর রয়েছে সকলের। ভিক্টোরিয়া হাউসের সামনে নয় কোর্টের নির্দেশ খানিকটা স্বস্তি আইএসএফের সভায়। তাও সতর্ক রয়েছে পুলিশ। গতবছরের হুলস্থুল ঠেকাতে এবারে বাড়তি নিরাপত্তায় জোরও দেওয়া হয়েছে। নেতাজি ইন্ডোর রুটে বিশেষ ব্যবস্থা থাকছে কলকাতা পুলিশের।

সবার বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে আদালতের স্বার্থে। সময়সীমা ও লোকসংখ্যা শর্ত বেঁধে এই সভা। আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন কে কেন্দ্র করে আদালতে দারস্থ হতে হয়েছিল আইএসএফকে। আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী প্রথম স্থান চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউজের সামনেই। প্রথমে সিঙ্গেল বেঞ্চের রায় তাদের পক্ষে গেলেও ডিভিশন বেঞ্চে সেই রায় খারিজ হয়ে যায়। দেখা যায় আদালত থেকে নির্দিষ্ট করে শর্ত বেঁধে দেওয়া হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটের মধ্যে সভা করতে হবে। আদালত গতবছরের গন্ডগোলের কথাও স্মরণ করিয়ে দিয়েছিল। সেই সমস্ত কথা মাথায় রেখেই আজকের নেতাজি ইন্ডোরে সমাবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নেতাজি ইন্ডোরে কড়া পাহাড়ার মধ্যে আজকের সমাবেশ হবে।

   

নওশাদ বারবার উল্লেখ করেছেন তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে চান। ইন্ডিয়া জোটে যারা রয়েছে তাদের সাথে তিনি সমঝোতা করতে নারাজ। এবার আজকের বার টার দিকে তাকিয়ে আইএসএফ সহ গোটা রাজনৈতিক মহল। ২০২৪এ লোকসভা নির্বাচনের আগে নওশাদ তার গতিবিধি প্রকাশ্যে আনবেন এই সভায় তা মনে করা হচ্ছে।