রামমন্দির উদ্বোধনের দিন এক নজরে নরেন্দ্র মোদীর কর্মসূচি

অবশেষে অপেক্ষার অবসান৷ ২২ জানুয়ারির অপেক্ষার এবার ইতি টানার পালা৷ রামমন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখতে যেমন আগ্রহী সাধারণ মানুষ৷ ঠিক তেমনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর…

narendra modi

অবশেষে অপেক্ষার অবসান৷ ২২ জানুয়ারির অপেক্ষার এবার ইতি টানার পালা৷ রামমন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখতে যেমন আগ্রহী সাধারণ মানুষ৷ ঠিক তেমনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির দিকে নজর থাকছে সকলের৷ সোমবার দিনভর রাম জন্মভূমিতে কী কী কর্মসূচি রয়েছে নমোর?

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার নরেন্দ্র মোদী বেলা ১২টা নাগাদ উপস্থিত হবেন অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে৷ ১২টা থেকে ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত সেখানে নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী৷ ৫০ মিনিট ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন তিনি৷ নমোর হাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ এরপর জনগণের উদ্দেশে বিশেষ বার্তা দিতে পারেন তিনি৷

একনজরে দেখে নিন নমোর কর্মসূচির তালিকা৷

সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যা এয়ারপোর্টে পৌঁছবেন প্রধানমন্ত্রী৷
১০টা ৪৫ মিনিটে অযোধ্যা হেলিপ্যাডে যাবেন নমো৷
১০টা ৫৫ মিনিটে রাম জন্মভূমিতে পা রাখবেন নরেন্দ্র মোদী৷
এরপর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেবেন তিনি৷
১২টা ৫৫ মিনিটে গর্ভগৃহ থেকে প্রস্থান করবেন প্রধানমন্ত্রী৷
১টা নাগাদ অযোধ্যায় জনসাধারণের উদ্দেশে বার্তা দেবেন নরেন্দ্র মোদী৷
২টো পর্যন্ত অযোধ্যায় নানা অনুষ্ঠান রয়েছে নমোর৷
২টো ১০ মিনিটে কুবের টিলা দর্শনে যাবেন তিনি৷

গত ১১ দিন ধরে বিশেষ সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া, ফলাহার করা, দিনভর রামনাম যপ এবং ১ ঘণ্টা ১১ মিনিটের প্রার্থনা করছেন তিনি৷ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আগে প্রায় প্রতিদিনই তিনি রামের সঙ্গে জড়িত কোনও না কোনও মন্দির দর্শন করেছেন৷