শহর জুড়ে মিছিল-সমাবেশ! সোমে কলকাতা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা

কলকাতা: রাত পোহালেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন৷ সেই ঐতিহাসিক মুহূর্তের প্রভাব পড়বে এরাজ্যেও৷ ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার কলকাতাতে রয়েছে একাধিক ধর্মীয় মিছিল৷ শুধু তাই নয়, এদিন…

কলকাতা: রাত পোহালেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন৷ সেই ঐতিহাসিক মুহূর্তের প্রভাব পড়বে এরাজ্যেও৷ ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার কলকাতাতে রয়েছে একাধিক ধর্মীয় মিছিল৷ শুধু তাই নয়, এদিন বিকেল ৩টে থেকে শাসকদল তৃণমূলের সংহতি মিছিলও রয়েছে৷ সব মিলিয়ে বোঝাই যাচ্ছে সপ্তাহের প্রথম দিনেই শহর জুড়ে একাধিক রাস্তা থাকবে অবরুদ্ধ৷

যদিও সোমবার শহর জুড়ে যানবাহন ব্যবস্থা সচল রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী৷ কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোটা কলকাতায় মোট ৬০টি ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছে৷ সেই সঙ্গে শহরের একাধিক জায়গায় রয়েছে বিভিন্ন ধর্মীয় সমাবেশ৷

শুধু তাই নয়, শহরের একাধিক জায়গায় রাস্তার উপর বসবে জায়ান্ট স্ক্রিন৷ সেখানে দেখানো হবে রাম মন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্ট৷ কলকাতা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্তে যে মিছিলগুলি হবে তাতে কমপক্ষে দেড় থেকে দুই হাজারের বেশি বেশি মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সোমবার সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে৷ বেলা ৩টে নাগাদ হাজরা মোড় থেকে এই মিছিল শুরু হবে৷ মিছিলটি হাজরা রোড থেকে বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট রোড হয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে৷

এই সবের পাশাপাশি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোমবার থেকে বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত রেড রোড, খিদিরপুর রোড, হসপিটাল ওয়ে, গোষ্ঠ পাল সরণি, কুইন্স ওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই সময়ে পুলিশের রিহার্সাল প্রোগ্রামের হবে৷