দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস দুপুর তিনটের পরিবর্তে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে শালিমার থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে ২২৮৪৯ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বেলা ১২:১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়বে।
সময় পরিবর্তনের তালিকায় রয়েছে আরও দুটি ট্রেন। ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল আজ সাঁতরাগাছি থেকে বেলা ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, এটি বিকেল ৫টা ২০ মিনিটে রওনা হবে। আবার ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস দুপুর ১টা ৪০ মিনিটের পরিবর্তে ৩টে ২০ মিনিটে ছেড়ে যাবে। দেরি হওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল।
#ser #indianrailways pic.twitter.com/birHVvcBsF
— South Eastern Railway (@serailwaykol) October 30, 2024
দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। ০৬১৪৭ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল গতকাল সকাল ১০:২০ মিনিটে রওনা হয়ে আজ দুপুর ১:৩০ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে ০৬১৪৮ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল আজ বিকেল ৫টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে এমজিআর চেন্নাই সেন্ট্রাল ঢুকবে।
প্রসঙ্গত, কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে।
এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।