Arunachal Pradesh: সীমান্ত টপকে আসা চিনা সেনাদের আটকাল ভারতীয় জওয়ানরা

নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে আসা চিনা সেনার অনুপ্রবেশ রুখেছে ভারতীয় জওয়ানরা। সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, অরুণাচল প্রদেশের (Arunachal pradesh) তাওয়াং সেক্টরের কাছে এই অনুপ্রবেশ হয়।…

Indian and Chinese troops face off in Arunachal border

নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে আসা চিনা সেনার অনুপ্রবেশ রুখেছে ভারতীয় জওয়ানরা। সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, অরুণাচল প্রদেশের (Arunachal pradesh) তাওয়াং সেক্টরের কাছে এই অনুপ্রবেশ হয়। ভারত ও চিনের স্থানীয় কমান্ডরা পরস্পর মুখোমুখি থেকে দুপক্ষকে হুঁশিয়ারি দেয়।

অরুণাচল প্রদেশে সীমান্ত টপকে আসা চিনা সেনাদের কাছে নতুন কিছু না। বিস্তীর্ণ বরফ ও জঙ্গলের এলাকা জুড়ে চিনের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। আর আছে মায়ানমারের সীমান্ত।

PTI জানাচ্ছে তাওয়াং সেক্টরের ইয়াংগতসে এলাকায় গত সপ্তাহে চিনা সেনা ঢুকেছিল ভারতীয় জমিতে। তাদের জোর করে ফেরত পাঠানো হয়। সে সময় দুই তরফের কমান্ডাররা মুখোমুখি হয়। আরও জানানো হয়েছে বিষয়টি পরে আলোচনা করে মিটমাট হয়েছে।

ভারত ও চিনের মধ্যে সুদীর্ঘ সীমান্ত পশ্চিমে কেন্দ্রশাসিত এলাকা লাদাখ থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত। লাদাখের কাছে সীমান্ত নিয়ে যেমন বিরোধ তেমনই হিমাচল প্রদেশ, সিকিম ও অরুণাচলের বিভিন্ন সেক্টরেও বিরোধ রয়েছে।

অরুণাচল প্রদেশকে চিন নিজেদের অংশ বলে বারবার দাবি করে। বিভিন্ন সময় বিতর্কিত মানচিত্র প্রকাশ করা হয়। নয়াদিল্লি কড়া অবস্থান নেয়।