লোকসভা ভোটের আগে তিনটি নয়া রুটের মেট্রো উদ্বোধন মোদীর

উপরে বইছে গঙ্গা৷ আর নিচ দিয়ে চলছে মেট্রো৷ শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল৷…

উপরে বইছে গঙ্গা৷ আর নিচ দিয়ে চলছে মেট্রো৷ শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল৷ সঙ্গে শহরের মেট্রো পরিবহণ মানচিত্রে জুড়বে তিনটি নয়া রুট৷ এই নয়া রুটের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

নজরে আসন্ন লোকসভা নির্বাচন৷ তাই নিজের দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে মার্চ মাসে বাংলা সফরে আসছেন নমো৷ সূত্রের খবর, আগামী ৭ মার্চ বাংলায় আসবেন মোদী৷ শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনার বারাসতে প্রধানমন্ত্রী জনসভা করবেন৷ এই সময়ে সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

জনসভা করার পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসবেন তিনি৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ সভা সেরে প্রধানমন্ত্রীর দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে শামিল হতে পারেন৷ মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন৷

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ মেট্রো সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) ও তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত এই তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী৷