Heat Wave: থর মরুভূমির সঙ্গে পানাগড়ের গরম লড়াই চলছে

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও…

Heat Wave

আবহাওয়ায় রকমফেরে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা শীতে যেমন শৈলশহরগুলিকে টেক্কা দেয়, গরমেও তারা দেশের উষ্ণতম অঞ্চলগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করল।তাপপ্রবাহের (Heat Wave)নিরিখে পানাগড় ও বাঁকুড়া গরম যুদ্ধ শুরু করেছে রাজস্থানের থর মরুভূমির সঙ্গে!

আবহাওয়া বিভাগ জানাচ্ছ্, রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিম্ন জায়গায় তাপমাত্রা সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে। মঙ্গলবার একই রকম থাকবে পরিস্থিতি। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা থর মরুভূমির দিনের তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি নথিভুক্ত করা হয়েছে।

উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য এখনও অবধি সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনো বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। অন্তত আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ আশপাশের অঞ্চলগুলিতে তাপপ্রবাহ আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে।