Raj Bhavan: নন্দিনীর জায়গায় তিন নামে আনন্দের না পসন্দ

১৫ ফেব্রুয়ারি প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সরিয়ে দেয় রাজভবন (Raj Bhavan)৷ তারপর থেকে খালি রয়েছে সেই পদ৷ সেই পদে কে বসবেন?

Nandini Chakraborty

১৫ ফেব্রুয়ারি প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সরিয়ে দেয় রাজভবন (Raj Bhavan)৷ তারপর থেকে খালি রয়েছে সেই পদ৷ সেই পদে কে বসবেন? তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘ সময় ধরে৷ সম্প্রতি নবান্নের তরফে তিন নাম প্রস্তাব দেওয়া হয়েছে৷ কিন্তু সেই তিন নাম নিয়েও ফের জলঘোলা হতে শুরু করেছে৷ চতুর্থ কোনও ব্যক্তিকে রাজ্যপালের পছন্দ বলে জানা গেছে৷

আরও পড়ুন: Nisith Pramanik: নিশীথের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

যে তিন জনের নাম নবান্নের তরফে পাঠানো হয়েছে, তাঁরা হলেন, অত্রি ভট্টাচার্য, বরুণকুমার রায় এবং অজিতরঞ্জন বর্ধন। এই মুহুর্তে সুন্দরবন বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি৷ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব ছিলেন তিনি৷ বাকি দুই জন শ্রম দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন। এরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর আস্থাভাজন বলেই পরিচিত৷ তাই তিন জনের নাম নিয়ে ফের জটিলতা তৈরি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: Rakesh Astana: রাজ্যপালের নজরদারি কমিটিতে থাকছেন প্রাক্তন সিবিআই কর্তা

সূত্রের খবর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তকেই চেয়েছিলেন রাজ্যপাল৷ তার জন্য নবান্নের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি৷ কিন্তু তাঁর নাম না পাঠানোর কারণে আরও একবার সংঘাত বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Nandini Chakraborty: নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমলে প্রধান সচিব ছিলেন সুনীলকুমার গুপ্ত৷ এখন উপরাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গে উপরাষ্ট্রপতির সচিব পদে রয়েছেন তিনি। লা গণেশনের আমল থেকেই প্রধান সচিব পদ সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী৷ কিন্তু রাজ্যপালের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণে সেই পদ খোয়াতে হয়েছে নন্দিনীকে। রাজভবনের সঙ্গে সম্পর্কের অবনতির মাঝেই প্রধান সচিব বাছাইকে কেন্দ্র করে নতুন করে জলঘোলা হতে পারে৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।