Nandini Chakraborty: নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

অভিযোগ পাওয়ার পরেই প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সমস্ত কাজ থেকে অব্যহতি দিয়েছে রাজভবন৷ বুধবার তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করেছে রাজ্য।

Nandini Chakraborty

অভিযোগ পাওয়ার পরেই প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সমস্ত কাজ থেকে অব্যহতি দিয়েছে রাজভবন৷ বুধবার তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করেছে রাজ্য। কিন্তু এতেই বিতর্কের অবসান হচ্ছে না৷ এবার নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এমনটাই সূত্রে খবর।

রাজভবন সম্পর্কে নবান্নে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। নন্দিনীর ভূমিকা অল ইন্ডিয়া সার্ভিস রুলের বিরোধী। এমনটাই অভিযোগ তোলা হয়েছে রাজভবনের তরফে৷ নন্দিনীর বিরুদ্ধে রাজভবন-নবান্ন সম্পর্কে অবিশ্বাসের পরিবেশ তৈরির অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে এবিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। এমনটাই সূত্র মারফত জানা গেছে৷

সূত্রের খবর, গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল, গভর্নরস রিসোর্স গ্রুপ ও গভর্নরস এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজভবনে কমিটিগুলির অফিস ঘর তৈরি হচ্ছে। সেখানে থাকবেন আমলারাও৷ যাদের খরচ বহন করবে রাজ্য সরকার৷ এই তিনটি গ্রুপ ছাড়াও একটি গোল্ডেন টিম গঠন করতে চান রাজ্যপাল৷ তার সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা৷

রাজ্যপালের এই কমিটি নিয়ে তীব্র আপত্তি ছিল নবান্নের। নবান্নের কাছে ফাইল পাঠানোর কথা বলা হলেও এবিষয়ে প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর কোনও ভূমিকা দেখা যায়নি। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এমনটাই সূত্রে খবর। বরং তাঁর বিরুদ্ধে শাসক দলের যোগ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা৷ এবার নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।