Rakesh Astana: রাজ্যপালের নজরদারি কমিটিতে থাকছেন প্রাক্তন সিবিআই কর্তা

প্রশাসনের ওপর নজর রাখতে বিশেষ কমিটি গড়তে চলেছেন রাজ্যপাল। তিনটি কমিটির গোল্ডেন গ্রুপে থাকছেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা (Rakesh Astana)

Rakesh Asthana

রাজ্যপাল পদে সিভি আনন্দের মেয়াদ ৩ মাসও হয়নি৷ এরই মধ্যে একাধিক চরিত্রে দেখা যাচ্ছে রাজভবনকে। গত কয়েক সপ্তাহে রাজ্যের সঙ্গে সম্পর্কের মিষ্টতা দূরে সরিয়ে এখন তিক্ততার দেওয়াল উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, প্রশাসনের ওপর নজর রাখতে বিশেষ কমিটি গড়তে চলেছেন রাজ্যপাল। তিনটি কমিটির গোল্ডেন গ্রুপে থাকছেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা (Rakesh Astana)।

সূত্রের খবর, গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল, গভর্নরস রিসোর্স গ্রুপ ও গভর্নরস এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজভবনে কমিটিগুলির অফিস ঘর তৈরি হচ্ছে। সেখানে থাকবেন আমলারাও৷ যাদের খরচ বহন করবে রাজ্য সরকার৷ এই তিনটি গ্রুপ ছাড়াও একটি গোল্ডেন টিম গঠন করতে চান রাজ্যপাল৷ তার সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা৷

রাজ্যপালের এই কমিটি নিয়ে তীব্র আপত্তি ছিল নবান্নের। নবান্নের কাছে ফাইল পাঠানোর কথা বলা হলেও এবিষয়ে প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর কোনও ভূমিকা দেখা যায়নি। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এমনটাই সূত্রে খবর। কিন্তু গোটা বিষয়টি নিয়ে অনড় রয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, যাদেরকে এই কমিটির সদস্য করা হবে, তাঁরা প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ।

রাজনৈতিক মহলের ব্যাখা, ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যে প্রতিনিধি দলের সদস্য হয়ে এসেছিলেন সিভি আনন্দ বোস। তাই তাঁর রাজ্যপাল পদে আসার পরেই অনেকে মনে করেছিলেন এবার শাসক দলের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে। কিন্তু রাজ্যপালের সঙ্গে রাজ্যের সুসম্পর্ক দেখে অনেকেই বলেছিলেন ধনকড় পর্বের অবসান ঘটল। কিন্তু এখন ঝড়ের আগে নিস্তব্ধতা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।