Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিতে পদত্যাগী বিজেপি নেতা টলি অভিনেতাকে ইডির তলব

যদিও এর আগে ইডি জানতে পেরেছে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য ফিল্ম দুনিয়াকেই বেছে নেন অভিযুক্তরা৷ সেখানেই বিপুল টাকার বিনিয়োগ করে সাদা করা একটা সহজ উপায়। কুন্তলেরও এই ধরনের ফিল্ম জগতের সঙ্গে যোগ মিলেছিল। বনিকে তলবের পর তা অনেকটাই পরিষ্কার।

522
যদিও এর আগে ইডি জানতে পেরেছে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য ফিল্ম দুনিয়াকেই বেছে নেন অভিযুক্তরা৷ সেখানেই বিপুল টাকার বিনিয়োগ করে সাদা করা একটা সহজ উপায়। কুন্তলেরও এই ধরনের ফিল্ম জগতের সঙ্গে যোগ মিলেছিল। বনিকে তলবের পর তা অনেকটাই পরিষ্কার।
Advertisements

টলিউডে এই মুহুর্তে অন্যতম জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত (Boney Sengupta)৷ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি৷ চলতি সপ্তাহে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) ইডির সদর দফতরে তলব করা হবে। সূত্রের খবর, কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই তলব করা হয়েছে অভিনেতাকে৷

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ৷ মানিক ঘনিষ্ঠ তাপসের দাবি ছিল, কুন্তলের কাছেই সমস্ত টাকা রয়েছে৷ সেই কুন্তলকে হেফাজতে নেওয়ার পরেই একের পর এক নাম উঠে আসছে। যদিও নিয়োগ দুর্নীতিতে এর আগে অর্পিতা মুখ্যোপাধ্যায়, শাহিদ ইমাম এবং হৈমন্তী মুখ্যোপাধ্যায়দের সঙ্গে অভিনয় জগতের যোগ মিলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল তরুণ অভিনেতার নামও৷

Advertisements

যদিও এর আগে ইডি জানতে পেরেছে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য ফিল্ম দুনিয়াকেই বেছে নেন অভিযুক্তরা৷ সেখানেই বিপুল টাকার বিনিয়োগ করে সাদা করা একটা সহজ উপায়। কুন্তলেরও এই ধরনের ফিল্ম জগতের সঙ্গে যোগ মিলেছিল। বনিকে তলবের পর তা অনেকটাই পরিষ্কার।

Advertisements

একইসঙ্গে হুগলীর আরও এক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর আগে একাধিকবার তাঁকে তলব করেছে তদন্তকারী সংস্থা। শুক্রবার তাঁকে ফের তলব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements