Kolkata Metro Rail: গঙ্গার তলা দিয়ে আজই ছুটবে পাতাল রেল, জুড়বে কলকাতা-হাওড়া

দেশে প্রথম পাতাল রেল চলেছিল কলকাতায় (Kolkata Metro Rail)। সেই নজিরের পর আরও এক নজিরের মুখে Kolkata Metro Rail, এবার দেশে প্রথম জলের তনা দিয়ে ছুটবে এই ট্রেন। জুড়বে গঙ্গার দুই তীরে থাকা হাওড়া ও কলকাতা।

Kolkata Metro Rail train moving on elevated tracks, connecting Kolkata and Howrah via the Ganges.

দেশে প্রথম পাতাল রেল চলেছিল কলকাতায় (Kolkata Metro Rail)। সেই নজিরের পর আরও এক নজিরের মুখে Kolkata Metro Rail, এবার দেশে প্রথম জলের তনা দিয়ে ছুটবে এই ট্রেন। জুড়বে গঙ্গার দুই তীরে থাকা হাওড়া ও কলকাতা।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মাধ্যমে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হয়ে এসপ্ল্যানেড ছুঁয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো ট্রায়াল রান করবে হাওড়া ময়দান পর্যন্ত। কলকাতা ও হাওড়ার মধ্যে প্রবাহিত গঙ্গা নদী। আর গঙ্গার তলা দিয়েই যাবে এই ট্রেন।

মেট্রো প্রকল্পের অংশ হিসাবে দুটি ছয় বগির ট্রেন ট্রায়ালের জন্য প্রস্তুত করা হয়েছে। হাওড়া ময়দান এবং সল্টলেকের সেক্টর V-এর সাথে সংযোগকারী পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরটি সেক্টর V স্টেশন এবং শিয়ালদহের মধ্যে আংশিকভাবে চালু রয়েছে।