Holi: দোলের জেরে বাতিল একাধিক ট্রেন, দেরিতে গড়াবে মেট্রোর চাকা

দোলের কারণে বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। অন্যদিকে দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন…

Local trains West Bengal

দোলের কারণে বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

অন্যদিকে দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এক ধাক্কায় অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে মেট্রোর সময়সীমা। যার জেরে বিপাকে পড়তে পারেন একাধিক মানুষ। মেট্রো রেলের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ৩০ মিনিটে।

   

এছাড়া শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে এবং দমদম ও কবি সুভাষ থেকে ৯টা ৩০ মিনিটে । পূর্ব-পশ্চিম মেট্রোয় ফুলবাগান ও সল্টলেক থেকে আজ প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩ টেয় ও শেষ মেট্রো সন্ধে ৭টা ৩০ মিনিটে।

দোলের পরদিনও অন্যদিনের থেকে কম মেট্রো চলবে। সেদিন ২০৮ টি মেট্রো (১০৪ টি আপ এবং ১০৪ টি ডাউন) চালানো হবে। উল্লেখ্য, দোল উপলক্ষে রাজ্যে শুক্রবার রাত বারোটা থেকে আগামিকাল ভোর ৫টা পর্যন্ত নৈশকালীন বিধিনিষেধে ছাড়।