Ukraine War: রাশিয়ার হামলায় ধ্বংস ইউক্রেনের থিয়েটার, পুনর্নিমাণের প্রস্তাব ইটালির

রুশ হামলায় কার্যত ধূলিস্যাত মারিউপোলের থিয়েটার হল। সেটি পুনর্নির্মাণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে ইটালি। বুধবার ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের থিয়েটারে রুশ সেনারা বোমা হামলা…

রুশ হামলায় কার্যত ধূলিস্যাত মারিউপোলের থিয়েটার হল। সেটি পুনর্নির্মাণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে ইটালি। বুধবার ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের থিয়েটারে রুশ সেনারা বোমা হামলা চালায় বলে অভিযোগ। তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় থিয়েটার হল।

সরকারি সূত্রে খবর, বোমা বিস্ফোরণের সময় সেখানে শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ ছিলেন। মারিউপোল স্থানীয় কাউন্সিল বলেছেন, “আজ, হানাদাররা নাটক থিয়েটার ধ্বংস করেছে। এমন একটি জায়গা, যেখানে হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। এই ঘটনার কোনও ক্ষমা নেই।” এর দু’দিন পর, ইটালির সংস্কৃতি মন্ত্রী দারিও ফ্রান্সচিনি ইউক্রেনকে রাশিয়ার শেলিংয়ে ক্ষতিগ্রস্ত মারিউপোলের নাট্যমঞ্চ পুনরুদ্ধারে সহায়তা করার প্রস্তাব দেন। টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি এই বিবৃতি দিয়েছেন।

<

p style=”text-align: justify;”>এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, “রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ইউক্রেনীয়দের সমর্থন নিয়ে আলোচনা চলছে। শান্তিপূর্ণ সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। আমাদের অবশ্যই যুদ্ধবিরোধী জোটকে শক্তিশালী করতে হবে।”