ISL: ব্যর্থতার পর মুখ খুললেন লিস্টন কোলাসো

ISL: হতাশা এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) শিবিরে। সেমিফাইনালে ভালো ফুটবল খেলার পরেও দল উঠতে পারেনি ফাইনালের মঞ্চে। এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে…

ISL: হতাশা এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) শিবিরে। সেমিফাইনালে ভালো ফুটবল খেলার পরেও দল উঠতে পারেনি ফাইনালের মঞ্চে। এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছেন লিস্টন কোলাসো।

সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, “It is heart-wrenching to bow out of the season in this fashion. We came so near and yet remained so far thank you all for the love and support”। অর্থাৎ তিনি বলেছেন, ‘ এভাবে মরশুম শেষ হওয়া সত্যি হৃদয় বিদারক। আমার এতোদূর এসেছিলাম… আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

বাগানের তরুণ এই ফুটবলারের পাশাপাশি তিরিও টুইটারের নিজের মন্তব্য তুলে ধরেছিলেন। সামাজিক মাধ্যমে করা পোস্টে তিরি বলেছেন, ‘এই মরশুমে যা কিছু ঘটেছে সে সব বর্ণনা করা কঠিন। অনেক কিছু বদল করার পরেও আমরা করোনা ভাইরাসের কবলে পড়েছিলাম। জৈব বলয়ে ছয় মাস…’

‘ শেষ মুহূর্ত পর্যন্ত দল সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টানা দুটো মরশুম লড়াই চালিয়ে যাওয়া কঠিন। শিল্ডে পরাজয়। তারপর সেমিফাইনালেও হার।’ বলেছেন তিরি। ‘ আমরা আবার উঠে দাঁড়াবো। ফিরবো আগের থেকে শক্তিশালী হয়ে।’