Bangladesh: হাসিনার সম্প্রীতি বার্তা উপেক্ষা করে ইসকন মন্দিরে হামলা

দোলযাত্রায় ভয়। উন্মত্ত ধর্মীয় স্লোগান তুলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হলো। ঢাকার ওয়ারি থানা এলাকার রাধাকান্ত ইসকন মন্দিরে গতরাতে হামলা ও ভাঙচুর হয়। দোলযাত্রার আগেই…

দোলযাত্রায় ভয়। উন্মত্ত ধর্মীয় স্লোগান তুলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হলো। ঢাকার ওয়ারি থানা এলাকার রাধাকান্ত ইসকন মন্দিরে গতরাতে হামলা ও ভাঙচুর হয়। দোলযাত্রার আগেই বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্র।

বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বঙ্গবন্ধু কন্যা সম্প্রীতির বার্তা দেন। তবে তাঁর বার্তা কাজে আসেনি। দুর্গাপূজার মতো এবার দোলযাত্রার আগে আক্রান্ত সংখ্যালঘুরা।

ঢাকার রাধাকান্ত ইসকন মন্দিরের প্রাচীর ভেঙে দেয় হামলাকারীরা। তারা ‘আল্লাহ আকবর’ ধ্বনি দেয়। এমনই জানাচ্ছেন, ওই ইসকন মন্দিরের কিছু সেবাইত। ঢাকা মহানগর পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

বাংলাদেশের রাজধানী ঢাকার অতি ব্যস্ততম এলাকা ওয়াড়ি। সেখানকার রাধাকান্ত ইসকন মল্দিরে অন্যান্যবারের মতো এবারেও দেলযাত্রা উপলক্ষে চলছিল আয়োজন। শুক্রবার রাতে শুরু হয় হামলা। এর পরেই ফেসবুকে ছড়াতে থাকে হামলার ছবি ও ভিডিও।

পরিস্থিতি এমনই ছিল যে হামলাকারীরা ইসকন মন্দিরের প্রাচীরে উঠে সেখান থেকে হামলা চালায়। কয়েকজন জখম হন।

এর আগে বাংলাদেশে দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক হামলা হয়। কুমিল্লা থেকে এই হামলার শুরু। এরপর চট্টগ্রাম, নোয়াখালী, রংপুর সহ কয়েকটি এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। রক্তাক্ত পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশে তদন্তে নেমে কুমিল্লার দুর্গামণ্ডপ ভাঙার জন্য ধর্মীয় গুজব ছড়ানোর মূল চক্রীকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় গুজব ছড়িয়ে এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধ্যাপিকাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সরকার আশ্বাস দিয়েছিল, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বজায় রাখা হবে। তবে ঢাকার ইসকন মন্দিরে হামলা সেই আশ্বাসে জল ঢেলেছে বলে অভিযোগ।