Dearness allowance: সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

বকেয়া ডিএর (Dearness allowance) দাবিতে এক মাসের বেশী সময় ধরে শহীদ মিনারের তলায় ধর্না জারি রেখেছে সরকারি কর্মচারীদের ৪২ টি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

government employees

বকেয়া ডিএর (Dearness allowance) দাবিতে এক মাসের বেশী সময় ধরে শহীদ মিনারের তলায় ধর্না জারি রেখেছে সরকারি কর্মচারীদের ৪২ টি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তাতে আন্দোলনের ঝাঁঝ আগের তুলনায় আরও বেড়েছে। এবার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে পড়ল হুমকির পোস্টার৷ পোস্টারে লেখা রয়েছে, “এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।”

পোস্টার কারা ফেলল? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, পোস্টার দেখার পরেই আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। এবিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে তাতে আমরা আতঙ্কিত বোধ করছেন তাঁরা। এই হুমকি দিয়ে আমাদের দমিয়ে দেওয়া যাবে না৷

   

প্রায় দেড় মাস ধরে শহীদ মিনারের সামনে চলছে সংগ্রামী ধর্না মঞ্চের আন্দোলন ও অনশন কর্মসূচি। যার জেরে অসুস্থ হয়েছেন বহু সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহেই একাধিক হুমকি পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডিএ ধর্নামঞ্চে৷

গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল৷ ২০ মিনিটের সাক্ষাতের পর রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা স্পষ্ট করে দেন, সরকার সংবেদনশীল ভূমিকা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিলে অনশন তুলে নেওয়া হবে। যদিও বারবার শাসক দলের তরফে আন্দোলন নিয়ে বিশেষ টিপ্পনী করতে দেখা গেছে।