নারদ বিতর্কে শুভেন্দুর সুরেই ষড়যন্ত্র দেখছে মমতা-প্রিয় ফিরহাদ

নারদ মামলায় এবার ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কে নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। নারদ কেলেঙ্কারি মামলায় নতুন করে ফের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সমন পাঠিয়েছে সিবিআই (CBI)। এসএসসি,…

নারদ মামলায় এবার ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কে নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। নারদ কেলেঙ্কারি মামলায় নতুন করে ফের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সমন পাঠিয়েছে সিবিআই (CBI)। এসএসসি, গোরু পাচারকাণ্ড নিয়ে একাধিক গ্রেফতারি নিয়ে অস্বস্তিতে শাসক দল তখন এই ঘটনায় ফের চাপে তৃণমূল।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এবার হাকিম সাহেবের পালা।’ যে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম। যা নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে। আপাতত যুক্তি দিতে নারাজ তৃ়ণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ফিরহাদের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেককে আক্রমণ করে বলেন, ‘দলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চরম শত্রু ছিলাম আমি। ও মনে করত ওর রাজনীতিতে উত্থানের নেপথ্যে বাধা ছিলাম আমি। আর সে কারণেই ম্যাথু স্যামুয়েলকে দিয়ে কে ডি সিংকে আমদানি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন করে আমাকে সহ দলের নেতাদের ফাঁসিয়েছিল।’

শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমার একটা কেস ছিল। সেইজন্য আমি গ্রেফতার হয়েছিলাম। আমি হাসপাতালে থাকিনি আমি জেলে ছিলাম। কারণ, আদালত বলেছিল আমাকে জেলে থাকতে তাই জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা বলে দিয়েছে।’