Kolkata Derby: যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে ডার্বি ম্যাচ: মেহতাব

আর চব্বিশ ঘন্টা পরেই ডুরান্ডে ডার্বি ম্যাচ (Kolkata Derby)। মোহনবাগান দুটো ম্যাচ খেলে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। অন্যদিকে দুটো ম্যাচ ড্র করেছে…

Mohun Bagan-East Bengal match needed in Kolkata League: Mehtab Hossain

আর চব্বিশ ঘন্টা পরেই ডুরান্ডে ডার্বি ম্যাচ (Kolkata Derby)। মোহনবাগান দুটো ম্যাচ খেলে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। অন্যদিকে দুটো ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। দুটো দলে পারফরমেন্স তেমন আমারই নয়। যদিও দুই দলের সমর্থকদের মধ্যে ডার্বি নিয়ে বিশাল উন্মাদনা তৈরি হয়েছে।

কে জিতবে ডার্বি ম্যাচ? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেই প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলেন, ‘ যে দল সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে ডার্বি ম্যাচ। কারণ ম্যাচে আমি কাউকে এগিয়ে রাখছি না।

   

রবিবার যে ভালো খেলবে তারাই জিতবে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তাদের জেতার সুযোগ বেশি। ডার্বি ম্যাচে কাউকে এগিয়ে রাখা যায় না। তাই আমি কাউকে এগিয়ে রাখতে চাই না।’

দু দলের খেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মেহেতাব বলেন, ‘মোহনবাগান মাটিতে বল রেখে ফুটবল খেলার চেষ্টা করছে।কোচ ফেরান্দো যেটা চাইছেন সেটাই করছে দল। অন্যদিকে স্টিফেন কনস্টানটাইন ক্রিপিকাল ইংলিশ ফুটবল খেলাচ্ছেন ইস্টবেঙ্গলকে।

হারার আগে হারব না। ৯৫ মিনিট মাঠে লড়াই করব। কোচের এটা স্ট্রাটেজি। কোচের নির্দেশ মতোই মাঠে ফুটবল খেলছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা তাই ম্যাচটা উপভোগ্য হবে বলে মনে করছি।ডার্বিতে ইস্টবেঙ্গল লড়াই করবে।’

মোহনবাগানের খেলা প্রসঙ্গে মেহতাব বলেন, ‘ মোহনবাগান টিমটা অনেক পুরনো। একই কোচের অধীনে, প্রায় একই দল অনুশীলন করছে। অনেক ম্যাচ খেলেছে? তাদের আরও একটু ভালো ফুটবল খেলা উচিত ছিল।’