Firhad Hakim: আজ ফের কলকাতার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম

নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে চেয়ারপার্সন এবং মেয়র পারিষদরাও শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করতে…

Firhad Hakim

নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে চেয়ারপার্সন এবং মেয়র পারিষদরাও শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করতে পুরভবনের ভিতরের লনেই তৈরি হয়েছে মঞ্চ। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন।

মঞ্চের সামনে ৫০০ অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, এই প্রথমবার পুরভবনের লনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

২০১৫ সালে শোভন চ্যাটার্জি টাউন হলে শপথ নিয়েছিলেন। তাঁর আগে সব মেয়র পুরভবনের ভেতরে সভাকক্ষে শপথ নিয়েছিলেন। এবার অন্য ব্যবস্থা। মঞ্চ এবং অন্যান্য সাজসজ্জায় গত ২ দিন ধরেই সাজো সাজো রব।

নতুন করে মেয়রের অফিস সাজানো হয়েছে। নতুন কার্পেট, দেওয়ালে নতুন ওয়ালপেপার, নতুন আলোকসজ্জা বসানো হয়েছে। আসবাবপত্র নতুনের মতো করে পালিশ করা হয়েছে। জানা গেছে, আজ শপথগ্রহণের পরেই মেয়র সহ প্রত্যেকের ঘরের নামের ফলক লাগিয়ে দেওয়া হবে। শুধু মেয়রই নয়, তাঁর পারিষদবর্গের ঘরও নতুন করে সাজানো চলছে। পারিষদদের ঘরেও লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার।

জানা গেছে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কলকাতার সমস্ত বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা। একাধিক বিশিষ্ট চিকিত্‍সকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন। আজ মেয়রের শপথ অনুষ্ঠান উপলক্ষে পুরভবনে থাকবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।