India: The Modi Question: ‘গুজরাট গণহত্যা’ নিয়ে তথ্যচিত্র দেখতে অনড় যাদবপুর, চিন্তিত মমতা

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তৈরি করা গুজরাট গণহত্যা সম্পর্কিত তথ্যচিত্রটি (BBC documentary) ২৬ ও ২৭ জানুয়ারি দেখানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 

Chief Minister is worried because BBC documentary on Gujarat massacre will be shown in Jadavpur University

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তৈরি করা গুজরাট গণহত্যা সম্পর্কিত তথ্যচিত্রটি (BBC documentary) ২৬ ও ২৭ জানুয়ারি দেখানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।  বাম ছাত্র সংগঠন SFI এই উদ্যোগ নিয়েছে। যদিও এই তথ্যচিত্র ‘India: The Modi Question’ ঘিরে কেন্দ্র সরকার বিড়ম্বিত। ইউটিউবে বন্ধ করা হয়েছে এটি। তবে একাধিক উপায়ে এই তথ্যচিত্রটি দেখছেন বহু দর্শক। তথ্যচিত্রটি অশাম্তি ছড়াতে পারে এমন অভিযোগ করেছে কেন্দ্রের মোদী সরকার।

গুজরাটে গোষ্ঠিসংঘর্ষ যা ‘গুজরাট দাঙ্গা’ বলে পরিচিত সেটি সংঘটিত হয়েছিল মোদী যখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। কী কারণে এমন ঘটনা তা নিয়েই তদন্তমূলক প্রতিবেদন করিয়েছিল ব্রিটেন সরকার। বিবিসি তৈরি করে ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ নামে একটি তথ্যচিত্র। সেটির প্রদর্শন বন্ধের পর থেকে তীব্র বিতর্ক ও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। জেএনইউ, জামিয়া মিলিয়ন সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বাম ছাত্র সংগঠনের উদ্যোগে সেই তথ্যচিত্র দেখছেন।

   

কলকাতায় কী হবে? এই প্রশ্ন উঠছে। কারণ, এসএফআইয়ের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুজরাট গণহত্যা সম্পর্কিত তথ্যচিত্র দেখানো হবে। ২৬ তারিখ যাদবপুর ও ২৭ তারিখ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এটি প্রদর্শন করা হবে। প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি মোদীর নীতির বিরোধী। বিজেপি বিরোধী। তিনি কি গুজরাট গণহত্যা নিয়ে এই তথ্যচিত্র প্রদর্শন আটকানোর নির্দেশ দেবেন? তৃণমূল কংগ্রেস সরকার এ বিষয়ে নীরব। নবান্ন নীরব।