By Election: বিক্ষিপ্ত হিংসাত্মক ভোটে আসানসোলে ‘পরিবর্তন আশা’ টিএমসির, চিন্তা বালিগঞ্জের মার্জিন

By Election: বালিগঞ্জ উপনির্বাচনে গতবারের ভোট মার্জিন কি থাকবে? ভোটের শেষ দিকে এসে এই প্রশ্ন ঘুরছে শাসক দলের শিবিরে। এর কারণ, পঞ্চাশ শতাংশের বেশি মুসলিম…

By Election: বালিগঞ্জ উপনির্বাচনে গতবারের ভোট মার্জিন কি থাকবে? ভোটের শেষ দিকে এসে এই প্রশ্ন ঘুরছে শাসক দলের শিবিরে। এর কারণ, পঞ্চাশ শতাংশের বেশি মুসলিম ভোটারের কেন্দ্র বালিগঞ্জে বাবুল সুপ্রিয় কে প্রার্থী করা নিয়ে টিএমসির অন্দরে অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ চোরাস্রোতের মতো ইভিএমে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকার সময় সংখ্যালঘু বিদ্বেষী মন্তব্যের কারণে বিতর্কিত। ফলে তাঁকে এলাকার মুসলমান ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।

বালিগঞ্জে সিপিআইএম প্রার্থী সায়রা হালিম কে নিয়ে বাড়ছে কৌতূহল। তিনি এনআরসি বিরোধী নেত্রী। ফলে ভোটে তিনি আলোচিত এলারায়। এর পাশাপাশি আছেন কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী। তিনিও ভোট কাটবেন। ফলে মুসলিম ভোটারদের মধ্যে তিন ভাগ হবার সম্ভাবনা।

বিরোধী দল বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। তিনি বালিগঞ্জের সংখ্যালঘু ভোট তেমন পাবেন না তা দলেই আলোচিত। বিজেপি এই কেন্দ্রে আগেই হাল ছেড়েছে। তা ছাড়া গত পুরনিগম ভোটে বিজেপি কলকাতায় নেমেছে তিন নম্বরে। বামফ্রন্ট হয়েছে দ্বিতীয়। বালিগঞ্জ হলো কলকাতার অভিজাত এলাকা।

আশঙ্কা মিলিয়ে উপনির্বাচনে অশান্ত আসানসোল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ। বারাবণিতে পাথরের আঘাতে রক্তাক্ত হন অগ্নিমিত্রা নিরাপত্তারক্ষী। অগ্নিমিত্রা অভিযোগ করেন, পুলিশ আটকাচ্ছে বৈধ কার্ড নেওয়া সাংবাদিকদের। নির্বাচন কমিশন বলেছে, ভোট সংবাদে অনুমতি কার্ড নেওয় সাংবাদিকদের আটকানো যাবে না। বারাবনিতে সাংবাদিকদের আটকায় পুলিশ। তার পরেই বিতর্ক শুরু হয়।

আসানসোল লোকসভার পাণ্ডবেশ্বরে সিপিএম বুথ এজেন্টদের বাধা, বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন সিপিআইএম প্রার্থী পার্থ মুখার্জির। অভিযোগ, টিএমসি ছাপ্পা দিতে মরিয়া হয়েছে।

বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বেলা গড়াতেই পরপর ভুয়ো ভোটার ধরা পড়ছে। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের দাবি, বিভিন্ন ওয়ার্ডে ধীর গতিতে ভোট করানোর চেষ্টা চলে। এমন পরিস্থিতিতে একজনকে ধরি, সে ভুয়ো ভোটার।

বালিগঞ্জের জাতীয় কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী হাতে নাতে ধরেন তেমলই এক ভোটারকে। হিজাব পরা এক মহিলা ভোট দিতে আসেন মিল্লি আল আমিন কলেজে। তাকে দেখে সন্দেহ হয় কংগ্রেস প্রার্থীর। এরপরেই কিছু প্রশ্ন করতে ওই মহিলা পালাতে শুরু করেন। পরে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। ওই মহিলার দাবি, তিনি রোজা পালন করছেন তাই কিছু বলতে পারবেন না। কংগ্রেসের অভিযোগ, ভুয়ো ভোটার।

বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্খী বাবুল সুপ্রিয়র অভিযোগ, তাঁকে একটি বুথে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষী। এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহল নিশ্চিত,কোনও মিরাক্যাল না হলে দুটিতেই জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের। বিশ্লেষকদের নজরে থাকছে বিরোধী দল বিজেপি কি দ্বিতীয় হবে নাকি গত কয়েকটি ভোটে যেভাবে সিপিআইএম দ্রুত উঠে এসেছে সেই গতি বজায় রাখতে পারবে।

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ঐতিহাসিক সাফল্য পায় বিজেপি। এ রাজ্যে তারা প্রথমবার বিরোধী দলের মর্যাদা পায়। কিন্তু সরকার গঠনের বার্তা দিয়ে সরকার গড়তে না পারায় পরবর্তী সবকটি উপনির্বাচন ও পুরনিগম, পুরসভা ভোটে বিজেপির ভোটব্যাংকে ধস নেমেছে। তাৎপর্যপূর্ণ, বামফ্রন্ট ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

কলকাতা পুরনিগম ভোট থেকে বামফ্রন্টের উত্থান দেখা যায়। বিজেপি নেমে যায় তিন নম্বরে। এর প্রভাব পড়তে চলেছে কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন। এই কেন্দ্র সংখ্যালঘু ভোটার অধ্যুষিত। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় বিজেপি তে থাকার সময় প্রবল সংখ্যালঘু বিরোধী মন্তব্য করে বিতর্কিত। তিনি এখন টিএমসি প্রার্থী হওয়ায় বালিগঞ্জের সংখ্যালঘু ভোটাররা বিরক্ত। এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি এনআরসি বিরোধী নেত্রী ফলে সংখ্যালঘু ভোটের বড় অংশ তিনি পাবেন বলে মনে করা হচ্ছে। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ প্রায় ব্রাত্য। তাঁকে নিয়ে তার দলেই তেমন উৎসাহ নেই।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির অগ্নিমিত্রা পাল। সিপিআইএমের প্রার্থ মুখার্জি। এই লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ থাকাকালীন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সংখ্যালঘু মন্তব্য করার অভিযোগ রয়েছে। তিনি দলত্যাগ করায় ভোট হবে। আসানসোল পুরনিগম ভোটে টিএমসির জয় লোকসভা ভোটের কাছে বড় পাওনা। তবে বিজেপি ও সিপিআইএমের দাবি কমিশনের নিরাপত্তা ঠিকঠাক হলে টিএমসির পক্ষে জয় কঠিন হবে।