বুলেট চালিয়ে এসে, অর্জুন ঘনিষ্ঠ ‘দাপুটে’ নেতার বাড়ির সামনে ঘটল ভয়ঙ্কর কাণ্ড

লোকসভা ভোট মিটতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল সন্ত্রাসের রমরমা। কোথাও পোলিং এজেন্টকে মার আবার কোথাও রাজনৈতিক কর্মীকে খুন। আবার কোথাও বোমাবাজির ঘটনায় ছড়াল তুমুল…

bombing at arjun singh's election agent

লোকসভা ভোট মিটতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল সন্ত্রাসের রমরমা। কোথাও পোলিং এজেন্টকে মার আবার কোথাও রাজনৈতিক কর্মীকে খুন। আবার কোথাও বোমাবাজির ঘটনায় ছড়াল তুমুল চাঞ্চল্য। ভোটপরবর্তী হিংসায় ফের নাম উঠে এল ভাটপাড়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে অর্জুন সিংহ ঘনিষ্ঠ দাপুটে বিজেপির নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আপাতত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ভাটপাড়া থানা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে বোমা পড়েছে বলে জানা গিয়েছে। বিজেপি কর্মী প্রিয়াঙ্কা প্রিয়াঙকু পান্ডের অভিযোগ ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি। এইদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ” আমি অর্জুন সিংহের বাড়িতে নির্বাচনী কিছু কাজ করছিলাম, সেই সময় জানতে পারি কেউ বুলেট চেপে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করছে। আমি খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসি।”

   

তিনি আরও জানান যে, ” পুলিশ চাইলে ওদের ধরতে পারত, কিন্তু তা করেনি। ওরা এলাকাতেই ছিল।” তিনি আরও দাবি করেন যে, কে বা কারা এইগুলো করছে তা মানুষ বুঝতে পারছে। তিনি উল্লেখ করেন এক্সিট পোল দেখার পরেই এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।” প্রসঙ্গত শনিবার মধ্যরাতে নৈহাটির দুই জায়গায় বোমাবাজি হয়েছে বলে জানা গিয়েছে।