ছুটির দিনে ব্যাপক সস্তা হল সোনা, কলকাতায় কত জানুন এক ক্লিকেই

আপনিও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনালী খবর। যে খবর শুনলে আপনার মন ভালো হয়ে যাবে আজ তেমনই…

আপনিও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনালী খবর। যে খবর শুনলে আপনার মন ভালো হয়ে যাবে আজ তেমনই কিছু আলোচনা হবে। গতকাল শনিবার সোনার দাম ২০০০ টাকা অবধি কমেছিল। এরপর আজ রবিবার ২ জুন সোনা বা রুপোর দর (Gold Silver Price) কমল কিনা তা জানতে পড়ে নিন লেখাটি।

জানলে খুশি হবেন, আজ ছুটির দিনে নতুন করে আর সোনা বা রুপোর দাম বাড়েনি বা কমেনি কিন্তু। অর্থাৎ আজ শহর কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬,৫০০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৬,৬৫,০০০ টাকা। এবার আসা যাক ২৪ ক্যারেটের কথায়। আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭২,৫৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৭,২৫,৫০০ টাকা।

   

অন্যদিকে আজ ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার মূল্য ৫৪,৪১০ টাকা। ১০০ গ্রামের দাম ৫,৪৪,১০০ টাকা মতো। এবার জেনে নিন আজ শহরে রুপো কত টাকায় মিলছে। জানা গিয়েছে আজ ১০ গ্রাম রুপো ৯৩৫ টাকায়, ১০০ গ্রাম রুপো ৯৩৫০ টাকায় এবং এক কেজি রুপো ৯৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আজ ২ জুন উত্তরপ্রদেশে সোনা ও রুপোর দাম নতুন করে প্রকাশ করা হয়েছে। আর এই নয়া দাম প্রকাশ পেতেই সকলেই রীতিমতো খুশিতে নাচতে শুরু করে দিয়েছেন। কারণ আজ রবিবার মূল্যবান গয়নার দামে স্বস্তি পেলেন মানুষ। আজ সোনার দাম কমেছে ২০০ টাকা এবং রুপোর দাম কমেছে ২০০০ টাকা মতো। এই হ্রাসের পর রুপোর দাম পৌঁছেছে ৯৩ হাজারের কাছাকাছি, যা গতকাল পর্যন্ত ছিল ৯৫ হাজারের কাছাকাছি। গত তিন দিন ধরেই রুপোর দাম কমছে। রবিবার লখনউয়ের বুলিয়ন মার্কেটে সোনার দামে স্বস্তি পেলেন সাধারণ মানুষ। ২৪ ক্যারেট সোনার দাম ২১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭২,৭০০ টাকায়। ২২ ক্যারেট সোনার দামও ২০০ টাকা মতো কমে বিক্রি হচ্ছে ৬৬,৬৫০ টাকায়।