বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রবল গোঁসা হয়েছে। তিনি বয়কট করেছেন রাজ্যপাল আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দুর এমন ভূমিকায় প্রবল বিতর্ক শুরু। (BJP) বিজেপি জড়াল বিতর্কে।
বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথে গরহাজির হয়ে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ ওনার গোঁসা হয়েছে।
এদিকে শুভেন্দু অধিকারীর দাবি, শপথ অনু্ষ্ঠানে বিজেপি ত্যাগী দুই বিধায়কের পাশে কেন । আমার আসন রাখা হলো?
জানা যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণকল্যাণী ও বিশ্বজিৎ দাসের পাশে রাখা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। কেন এমন আসন রাখা হলো প্রশ্ন তুলে শপথ অনুষ্ঠান বয়কট করলেন শুভেন্দু অধিকারী।