Qatar WC: জিও সিনেমা ছাড়াও দেখা যাবে ম্যাচ! জেনে নিন বিস্তারিত

FIFA বিশ্বকাপ ২০২২-এর আসর জমে গিয়েছে। গোটা বিশ্বের নজর এখন কাতারে। ভারতে টিভি-র পাশাপাশি JioCinema অ্যাপে দেখা যাচ্ছে বিশ্বকাপ Live স্ট্রিমিং। ভারতে বহু ইউজার অভিযোগ…

FIFA বিশ্বকাপ ২০২২-এর আসর জমে গিয়েছে। গোটা বিশ্বের নজর এখন কাতারে। ভারতে টিভি-র পাশাপাশি JioCinema অ্যাপে দেখা যাচ্ছে বিশ্বকাপ Live স্ট্রিমিং। ভারতে বহু ইউজার অভিযোগ করছেন, তাঁরা JioCinemaয় মসৃণ ভাবে খেলা দেখতে পারছেন না। যদিও Jio-র তরফে ক্ষমা চেয়ে বলা হয়েছে, অ্যাপ আপডেট করার জন্য।তবে এখনও যাঁরা JioCinema সিনেমায় ঠিক মতো লাইভ ম্যাচ দেখতে পাচ্ছেন না, তাঁরা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা PC-তে সহজেই অন্য ভাবেও খেলা দেখতে পারেন। JioCinema অ্যাপটি সাপোর্ট করছে Tizen OS 2.4 স্যামসাং টিভি-তে৷ ভার্সান সেভেন বা তার বেশির অ্যান্ড্রয়েড টিভি-তে সাপোর্ট করছে JioCinema অ্যাপটি৷

এরপরেও বিকল্প চাইলে, আরও রয়েছে। iPhone, iPad, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপে ফুটবল বিশ্বকাপ দেখার আরও কিছু বিকল্প রইল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400
  • JioTV:

যাঁদের Jio কানেকশন রয়েছে, তাঁরা JioTV-তে দেখতে পারেন লাইভ ম্যাচ৷ সে ক্ষেত্রে অ্যাপ নামিয়ে আপনার জিও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ-এ লগ ইন-এর পরে JioTV লাইভ চ্যানেল সেকশনে গিয়ে Sports18 বা Sports18HD খুলুন।

  • MyVi App, Vi Movies & TV:

ভোডাফোন আইডিয়া (Vi) ইউজাররাও FIFA World Cup 2022 লাইভ দেখতে পারেন MyVi App-এ ফ্রি-তে। এছাড়া Vi Movies 3 Vi TV-তেও ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারেন৷

  • TATA Play:

TATA Play ব্যবহারকারীরাও ফ্রি-তে বিশ্বকাপ দেখতে পারেন টিভি অথবা TATA Play অ্যাপে৷ শুধু Sports18 বা Sports18HD সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটির দাম মাসিক ১৪ টাকা৷ আর লাইভ স্ট্রিমিং দেখতে হলে TATA Play অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ফোনে৷

 এছাড়া Sports 18 বা Sports18HD সম্প্রচার করছে FIFA বিশ্বকাপ ২০২২ ৷ এছাড়াও দেখা যাচ্ছে MTV HD – তো