মোদীর ‘সবকা সাথ সবকা বিকাশ’কে বুড়ো আঙুল? সংখ্যালঘু মোর্চা বাতিলের ডাক শুভেন্দুর

কলকাতাঃ  প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’ বদলের ডাক দিলেন শুভেন্দু (Subhendu Adhikeri)। বুধবার বিজেপির (BJP) কর্মী সমিতির সভায় কোনও রাগঢাক না রেখে…

Subhendu Adhikeri

কলকাতাঃ  প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’ বদলের ডাক দিলেন শুভেন্দু (Subhendu Adhikeri)। বুধবার বিজেপির (BJP) কর্মী সমিতির সভায় কোনও রাগঢাক না রেখে সরাসরি সংখ্যালঘুদের আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন স্পষ্টতই তিনি বলেন, আর সবকা সাথ সবকা বিকাশ নয়, যো হামারে সাথ, হাম উসকে সাথ।

শুভেন্দুর এই মন্তব্যে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে যো হামারে সাথ, হাম উসকে সাথ…বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন? তবে নিজের বক্তব্যের ব্যখ্যা তিনি নিজেই দিয়েছেন। সভা শেষে তিনি বলেন, রাজ্য বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। কারণ সংখ্যালঘু ভোট কোনওদিন বিজেপি পায় না। সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেয়। 

   

যোগীকে কোণঠাসা করতে উত্তরপ্রদেশ থেকেই সভাপতি চাইছেন মোদীরা?

যারা আমাদেরকে ভোট দেয় দল তাঁদের সঙ্গেই থাকবে। তবে এখানে দলের সঙ্গে বলতে ‘নিজের’ পাশে কারা থাকবে সেকথাই হয়তো ইঙ্গিত করেছেন শুভেন্দু। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ লোকসভা ভোটের পর তাঁর নের্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেতাই। যদিও সেই ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিতে নারাজ তিনি। তারপর এবার সরাসরি সংখ্যালঘু মোর্চাকে বাদ দেওয়ার কথা বললেন তিনি। রাজনৈতিক মহলের ধারনা, এতে তাঁর গলায় একরকম হতাশা ঝরে পড়েছে বলেই মনে করছে।

Amit Shah: “বেনিয়ার ছেলে আমি, সব হিসেব রাখি” – শাহর হিসেব পারবে রাজ্যের বিজেপিকে বাঁচাতে?

বাংলার রাজনীতিতে আরও মেরুকরণ ঘটাতেই শুভেন্দু জেনেবুঝে এই মন্তব্য করেছেন। আর দলের মধ্যে সংখ্যালঘু মোর্চাকে বাদ দিতে চেয়ে সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এদিন শুভেন্দু বলেন, “পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না। এরাজ্যে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে চাই। এখানে সমস্ত সংখ্যালঘু ভোট তৃণমূল পায়। অন্যদিকে, সিপিএম হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতায়।” 

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা: মমতাকে কড়া নির্দেশ হাইকোর্টের

তবে শুভেন্দুর বক্তব্য খারিজ করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপির রাজনীতি ১৪০ কোটি ভারতীয়কে নিয়ে। আমরা দেশপ্রেমী মুসলমানদের পক্ষে। শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন সেটার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, বিজেপি একটা সার্কাস পার্টি। ব্যর্থতার পর কাঁদা ছোঁড়াছুড়ি করছে বিজেপি। ওই দল আদি-নব্য গোষ্টী দ্বন্দ্বে বিপর্যস্ত। সুতরাং, বিজেপির রাজ্য কমিটির বৈঠক গরুর গাড়ির হেডলাইট।