Amit Shah: “বেনিয়ার ছেলে আমি, সব হিসেব রাখি” – শাহর হিসেব পারবে রাজ্যের বিজেপিকে বাঁচাতে?

তিনি বেনিয়ার ছেলে (Amit Shah), প্রতি পয়সার হিসেব সঙ্গে নিয়ে ঘোরেন। হরিয়ানায় হিসেব দিতে গিয়ে এমনই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু কোন হিসাবের…

Image of Amit Shah, a prominent political figure, with a stern or disapproving expression, suggesting he is speaking out against the Congress party or its policies.

তিনি বেনিয়ার ছেলে (Amit Shah), প্রতি পয়সার হিসেব সঙ্গে নিয়ে ঘোরেন। হরিয়ানায় হিসেব দিতে গিয়ে এমনই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু কোন হিসাবের কথা তিনি (Amit Shah) বলছেন? লোকসভা ভোটের হিসেব? না, ভোটের হিসেব ঠিকই। তবে সেটা লোকসভার নয় হরিয়ানার বিধানসভা নির্বাচনের হিসেব।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩রা নভেম্বর। কিন্তু এখন থেকেই হরিয়ানায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত ১১ই জুলাই কংগ্রেস ধুমধাম সহকারে তাদের রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করে দিয়েছে। হরিয়ানার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা, কংগ্রেসের হয়ে নতুন নির্বাচনী ক্যাম্পেনের ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে ‘হরিয়ানা মাঙ্গে হিসাব ‘।

   

সন্ত্রাসবাদী নয়, বিপ্লবীর মুখোশেই আরও ভয়ংকর ষড়যন্ত্র কাশ্মীরের জঙ্গি টাইগার্সদের?

আর এবার সেই হিসাবে প্রসঙ্গেই নিজের গুজরাতি অস্মিতা তথা ব্যবসায়ী মানসিকতার উল্লেখ শাহের বক্তব্যে। হরিয়ানা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আয়োজিত একটি সভাতে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের। কংগ্রেসের ১০ বছরের শাসন এবং বিজেপির ১০ বছরের শাসনের তুল্যমূল্য হিসাব তার পকেটে রয়েছে সব সময়। এমনই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের দাবি কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন মাত্র ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল হরিয়ানার জন্য। সেখানে বিজেপি সরকার আসার পর, ডবল ইঞ্জিন সরকারের দৌলতে সেই অনুদান দাঁড়িয়েছে ২.৬৯ লক্ষ কোটি টাকাতে। কংগ্রেসের হুডা সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও খোঁচা দিয়েছেন। কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ এনেছেন অমিত শাহ। সেই সঙ্গে তাঁর আরও ঘোষণা, ৬২৫০ টি গ্রাম পঞ্চায়েতে ব্যাপক প্রচার করবে বিজেপি। বিজেপি কর্মীদের তার নির্দেশ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমুখী কাজকর্মের খতিয়ান তুলে ধরতে হবে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হরিয়ানায় ভোট শতাংশে বিজেপিকে টেক্কা দিয়েছে আপ-কংগ্রেসের ইন্ডিয়া জোট। আসনের হিসাবে হরিয়ানায় ম্যাচ ড্র হয়েছে। কংগ্রেসের ৫ এবং বিজেপিরও ৫ টি আসন। কিন্তু বিধানসভা ভিত্তিক হিসেব যদি দেখা হয়, তাহলে সেখানে জয়জয়কার ইন্ডিয়া জোটের। কংগ্রেস ৪২, আপের ৪, এবং বিজেপির ৪৪! বিজেপিকে টেক্কা দিয়ে বিধানসভা ইন্ডিয়াময়। আর এই ফলাফলের পর উজ্জীবিত হরিয়ানা কংগ্রেস তাই এখন থেকেই কোমর বেধে নেমে পড়েছে। তবে হরিয়ানার বিধানসভা নির্বাচনে আপ-কংগ্রেসের মধ্যে আবারও জোট হবে কিনা তার উপরেই নির্ভর করছে বিজেপির অনেক রাজনৈতিক অঙ্কও।

কী হল মোদীর ঘরে ঢুকে মারার হুঁশিয়ারি? প্রশ্ন ওয়েইসির

তবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের এই ফলাফল স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়িয়েছে বিজেপির। হিসেবের পাল্টা হিসেব দিতে তাই এখন থেকেই মরিয়া তাঁরা। একদিকে মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন সরকারে একাধিক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অপরদিকে সাম্প্রতিক উপনির্বাচনী বিজেপির অত্যন্ত খারাপ ফলাফল। সবমিলিয়ে অমিত শাহরা তাই এখন থেকেই হরিয়ানাকে পাখির চোখ করে এগোতে চাইছেন। আপাতত গুজরাতি বেনিয়ার ছেলের বক্তব্যে হরিয়ানার মানুষ কতটা ভরসা রাখবেন? এখন সেদিকেই তাকিয়ে হরিয়ানার বিজেপি সমর্থকরা।