Mohun Bagan: সবুজ-মেরুনের অনুশীলনে কবে যোগ দেবেন সাদিকু? জানুন

জুলাই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। মঙ্গলবার সকালে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে এই…

armando sadiku training with mohun bagan sg jersy

জুলাই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। মঙ্গলবার সকালে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে এই ফুটবল ক্লাব। যেখানে উল্লেখ করা হয়েছে ২৯ জুলাইয়ের কথা। অর্থাৎ মোহনবাগান দিবস থেকেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করবে গতবারের শিল্ড জয়ীরা। তাই আগামী সপ্তাহের শুরু থেকেই কলকাতায় আসতে শুরু করবেন বাগান ফুটবলাররা।

তারপর জোসে ফ্রান্সিসকো মোলিনার তত্ত্বাবধানে শুরু হবে অনুশীলন। কিন্তু আদৌ কি যোগ দেবেন আর্মান্দো সাদিকু? সেই নিয়ে উঠে এলো নয়া তথ্য। জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই কলকাতায় পা রাখতে চলেছেন এই আলবেনিয়ান তারকা। সব ঠিকঠাক থাকলে সাময়িক বিশ্রাম নিয়েই দলের সঙ্গে মাঠে নেমে পড়বেন তিনি।

   

গত মরসুমে মোহনবাগান জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।‌ ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএল ও সুপার কাপের মতো টুর্নামেন্টে হাতে গোনা কয়েকটি গোল করেছিলেন সাদিকু। যা হতাশ করেছিল সকলকে। তাই নতুন মরসুমে তাঁকে দলে রাখা নিয়ে দ্বিমত তৈরি হয়েছিল সবুজ-মেরুনের অন্দরে।

হিসাব অনুযায়ী আগামী বছর পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি বদ্ধ রয়েছেন আলবেনিয়ান তারকা। কিন্তু নতুন মরসুমের জন্য তাঁর বিকল্প খুঁজেই নাকি আইএসএল অভিযান শুরু করতে চায় মেরিনার্সরা। সেইমতো চূড়ান্ত হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার এক হাইপ্রোফাইল ফুটবলার। আগামী কয়েকদিনের মধ্যেই নাকি সেই ফুটবলারের নাম ঘোষণা করতে পারে বাগান শিবির।

অন্যদিকে, বাগানের এই দাপুটে ফরোয়ার্ডকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের একাধিক ফুটবল দল। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসির নাম। শোনা গিয়েছে, সাদিকুর সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা ও নাকি সেরেছে দুই ক্লাব। কিন্তু নয়া মরসুমে তিনি আদৌ দল বদল করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।