প্যারিস অলিম্পিকে (Paris Olympic) যাচ্ছে ভারতের একটা বড় দল। কিছু ক্রীড়াবিদ আছেন যারা বয়স্ক। এমন কেউ কেউ আছেন যারা অল্প বয়সেও এই মেগা ইভেন্টে জায়গা করে নিতে সফল হয়েছেন। ভারতীয় দলের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ ১৪ বছর বয়সী এক কন্যা। ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য কর্ণাটকের ১৪ বছর বয়সী ধিনিধি দেসিংহু। সাঁতারের ইভেন্টে অংশ নিতে চলেছেন। অলিম্পিকে এবারই প্রথম খেলবেন তিনি।
Olympic: ট্রেনিংয়ের জন্য বেচে দিতে হয়েছিল জমি-গাড়ি, বাবার স্বপ্ন পূরণ করছেন অন্তিম
অভিষেক ইভেন্টে ধিনিধির পারফরম্যান্স নজর কাড়তে চলেছে। তিনি মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ইউনিভার্সালিটি কোটা অর্জন করেছেন। এই বিভাগে জাতীয় রেকর্ডও গড়েছেন। ২০২৩ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর সময় ছিল ২:০৪:২৪। জাতীয় রেকর্ডের পর এশিয়ান গেমসে অংশ নেন ধিনিধি। এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ১২ তম স্থানে শেষ করেছিলেন। প্যারিস অলিম্পিকে যাওয়া ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা বলেছেন ধিনিধির সঙ্গেও।
ধিনিধি ছাড়াও তিরন্দাজিতে রয়েছেন ভারতের এক তরুণ অ্যাথলিট। তার নাম ভজন কৌর। ভজন কৌরের বয়স মাত্র ১৮ বছর। গত দুই বছরে রিকার্ভে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্ব বাছাইপর্বে সোনা জেতার পর অলিম্পিক কোটা পেয়েছিলেন।
আইয়ারকে ফিরিয়ে আনছেন গম্ভীর! সঙ্গে আরও একজন, দেখে নিন ভারতের সম্ভাব্য দল
Dhinidhi Desinghu – 7 gold medals at the National Games at the age of 13 years. What an athlete!! pic.twitter.com/zhd91ehbbO
— Viren Rasquinha (@virenrasquinha) November 5, 2023
এই পর্বে রয়েছে আরও এক অ্যাথলিটের নাম। রয়েছেন শুটিং দলের সর্বকনিষ্ঠ (১৯ বছর বয়সী) অ্যাথলিট এষা সিং। ট্রায়ালের পর প্যারিস অলিম্পিকে জায়গা পান তিনি। ২৫ মিটার ক্যাটাগরির পিস্তল ইভেন্টে অংশ নিতে চলেছেন তিনি।