Bidhannagar: BJP প্রার্থীর এজেন্টকে ‘বন্দুক দেখিয়ে হুমকি’, অভিযুক্ত TMC

ভোট শুরু হতেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বিধাননগরের একাধিক বুথ। এবার বুথের ভেতর দেখা মিলল বন্দুকের। বিজেপি প্রার্থীর এজেন্টকে বন্দুক দেখিয়ে আটকানোর অভিযোগ উঠেছে।…

BJP

ভোট শুরু হতেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বিধাননগরের একাধিক বুথ। এবার বুথের ভেতর দেখা মিলল বন্দুকের। বিজেপি প্রার্থীর এজেন্টকে বন্দুক দেখিয়ে আটকানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট শান্তনু চক্রবর্তীকে বন্দুক দেখিয়ে বিএফ ব্লকের মাঠে আটকে দেওয়ার অভিযোগ। এরপর ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের মুখ্য নির্বাচনী এজেন্ট তাঁকে উদ্ধার করেন বলে জানিয়েছেন শান্তনু।

এদিকে বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিজেপির নিশানায় তৃণমূল। বিজেপি প্রার্থী সাধনার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। শুক্রবার রাতে বাড়ি লক্ষ্য করে ইট মারার পর আজ সকালে ফের হানা দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। ভয়ে ঘরবন্দি হয়ে ছিলেন প্রার্থী। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘৩১ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী ২ জন ভোটারকে ধরে ফেলেন। সেখানে অনেক বহিরাগত, প্রক্সি ভোটের জন্য লোক যাচ্ছে। বিজেপি তিনটি শক্তির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে – টিএমসি হুডলুম, ইসি এবং ডাব্লুবি পুলিশ-অ্যাডমিন’।