Covid 19: সংক্রমণ কমলেও বাড়ল দৈনিক মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

দেশের করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। এরই মধ্যে করোনায় মৃতের সংখ্যাটা ছিল রীতিমতো উদ্বেগজনক। তবে স্বস্তি দিয়ে শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছিল। কিন্তু…

covid19

দেশের করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। এরই মধ্যে করোনায় মৃতের সংখ্যাটা ছিল রীতিমতো উদ্বেগজনক। তবে স্বস্তি দিয়ে শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছিল। কিন্তু সেই স্বস্তি ২৪ ঘণ্টাও স্থায়ী হল না। শুক্রবারের তুলনায় শনিবার মৃতের সংখ্যা অনেকটা বেড়ে হল ৮০৪।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। করোনা কেড়ে নিয়েছে ৮০৪ জনের প্রাণ। শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শনিবার করোনা পজিটিভিটির হার ছিল ৩.৪৮ শতাংশ।
করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা ক্রমশই কাটিয়ে উঠছে দেশ। তার প্রমাণ পাওয়া গিয়েছে করোনা অ্যাক্টিভ কেসের ক্ষেত্রে।

প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা কমে আসছে। শনিবার সকাল পর্যন্ত দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৪৪৩ জন। যা মোট আক্রান্তের মাত্র ১.৪৩ শতাংশ। করোনা রোগীর সংখ্যা যে হারে কমছে সেটাও যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছে চিকিৎসক মহল। শুক্রবারের তুলনায় শনিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৭ শতাংশ।

দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে কেরল। তারপরে রয়েছে মহারাষ্ট্র কর্নাটক, তামিলনাড়ু ও রাজস্থান। দেশের মোট আক্রান্তের ৩১.২২ শতাংশ কেরলের মানুষ। শনিবার সকাল পর্যন্ত গোটা দেশে ১৭২ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।