SMC Election: শীতের ভোটে শিলিগুড়িতে ‘কুল কুল’ অশোক, বিরোধীদের সঙ্গে আড্ডা

শিলিগুড়ি পুরনিগম (SMC Election)ভোটে কি সিপিআইএমের অশোক ভট্টাচার্য বাজিমাত করতে চলেছেন? উত্তর বঙ্গের রাজধানীতে এনিয়ে তীব্র আলোচনা। ভোটের দিন সকালে তিনি কুল ইমেজে। সিপিআইএমের প্রবীণ…

শিলিগুড়ি পুরনিগম (SMC Election)ভোটে কি সিপিআইএমের অশোক ভট্টাচার্য বাজিমাত করতে চলেছেন? উত্তর বঙ্গের রাজধানীতে এনিয়ে তীব্র আলোচনা। ভোটের দিন সকালে তিনি কুল ইমেজে। সিপিআইএমের প্রবীণ নেতা প্রাক্তন পুরমন্ত্রীর সঙ্গে টিএমসি ও নির্দলদের সঙ্গে বৈঠক করছেন। ক্ষমতায় আসার পর থেকে টিএমসি টানা দশ বছর এই পুরনিগমের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধরা মাধুরী শিলিগুড়ি।

রাজ্যে তিনবার টানা ক্ষমতায় এলেও টিএমসির গলার কাঁটা শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের ৫০২টি ভোট গ্রহন কেন্দ্রে হবে মমতার অগ্নিপরীক্ষা। ২০১১ সালে বাম জমানা ভেঙে পড়ার পর শিলিগুড়ি কর্পোরেশনের চাবিকাঠি এসেছিল টিএমসির হাতেই। তবে পরবর্তী সময়ে উত্তরবঙ্গের রাজধানী শহর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিলিগুড়ি নগর চলে যায় বাম দখলে। জোট রাজনীতির তত্ত্বে কংগ্রেসকে পাশে নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ফের শিলিগুড়িতে লাল পতাকা উড়িয়ে দেন। তিনি এবারের ভোটে সিপিআইএমের তরফে মেয়র পদপ্রার্থী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃণমূল কংগ্রেস জমানায় শিলিগুড়ির টিএমসি বিমুখতা বিধানসভা ভোটেও স্পষ্ট। এই কেন্দ্রে বিজেপি জয়ী। বিধায়ক শংকর ঘোষ বিজেপির তরফে মেয়র প্রার্থী।

বিধানসভায় শিলিগুড়িতে সিপিআইএম হারতেই পুরনিগমের পুরপ্রশাসক পদে প্রাক্তন মন্ত্রী ও উত্তরবঙ্গের হেভিওয়েট টিএমসি নেতা গৌতম দেবকে পুরপ্রশাসক পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টিএমসির তরফে মেয়র পদপ্রার্থী।