CPIM: বাম যুব ব্রিগেড সমাবেশে তৃণমূলের প্রিয় ‘চপশিল্প’ হিট!

ব্রিগেড সমাবেশ মানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন কলকাতায়। বাম যুব সংগঠনের বিগ্রেডে বক্তব্য রাখবেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখার্জি। ব্রিগেড সমাবেশে CPIM এর…

ব্রিগেড সমাবেশ মানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন কলকাতায়। বাম যুব সংগঠনের বিগ্রেডে বক্তব্য রাখবেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখার্জি। ব্রিগেড সমাবেশে CPIM এর শাখা সংগঠনের শক্তি দেখা যাচ্ছে। দূরদুরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য রাজনৈতিক দলগুলি খাবারের আয়োজন করে থাকে। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে রান্নার আয়োজন প্রতি বছর নজর কাড়ে। তৃণমূলের আয়োজনে থাকে ডিম-ভাত। ঘাসফুল শিবিরের সমাবেশ আর ডিম-ভাত সমার্থক হয়ে উঠেছে।

৭ জানুয়ারি ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশে তৃণমূলের মতো রান্নার আয়োজন হয়নি। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। ব্রিগেডের মাধ্যমে বামকর্মীদের ঐক্যবদ্ধ করা চেষ্টা চললেও, তাদের মেনুতে রয়েছে বিভাজনের ছাপ।

সিপিআইএমের কলকাতা জেলা কমিটির এক একটি এরিয়া কমিটি ব্রিগেডে যোগ দিতে আসা নেতা-কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে। প্রতিটি এরিয়া কমিটি খাবারে প্যাকেটে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে সব এরিয়া কমিটি যে একই খাবার পাঠিয়েছে, এমনটাও নয়। ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠাবে বলে ডিওয়াইএফআই সূত্রে জানা গিয়েছে। তবে কোনও কোনও প্যাকেটে থাকছে মুরগি-ভাত। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে রুটি-ডিম কষা। রুটি-আলুভাজা বা রুটি-তরকাও পাঠিয়েছে কোনও এরিয়া কমিটি। তাই বামেদের যুব সংগঠনের ব্রিগেডে খাবারের বৈচিত্র লক্ষণীয়।

এর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন কর্মীরা। তাদের মধ্যে অনেকেই রান্নার জিনিস এনেছেন। তারাও বিভিন্ন প্রান্তে নিজেদের মতো করে রান্না করছেন। এর আয়োজনে রয়েছে মূলত জেলা কমিটিগুলি। খাবার যাই হোক ব্রিগেড ঘিরে বামেদের মধ্যে উচ্ছ্বাস নজর কেড়েছে সকাল থেকেই।